এস এ সাদিক : ১৪ ই ফেব্রুয়ারি শুক্রবার রাস-আল-খাইমা নাখিল গ্লাফ সিনেমা সংলগ্ন স্প্রিংফিল্ড টুরিজমের তৃতীয় শাখা ও সহযোগী প্রতিষ্ঠান শামা টুরিজমের নতুন শাখা শুভ উদ্বোধন করা হয়। কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন ও কোম্পানীর স্থানীয় হাসান রাশেদ লাল ফিতা কেটে নতুন শাখার শুভ উদ্ভোদন করেন।
উদ্বোধনকালে কোম্পানীর ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জসিম বলেন বিশেষ করে প্রবাসী বাংলাদেশি সহ যে সব ব্যক্তিরা সংযুক্ত আরব আমিরাত সফর করবেন তাদের জন্য স্প্রিংফিল্ড ট্রাভেল ও শামা ট্রাভেল এর পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তিনি বলেন আমার দীর্ঘ অভিজ্ঞতায় সংযুক্ত আরব আমিরাতে বিশেষ করে টুরিস্ট ও পর্যটকদের জন্য সর্বোচ্চ সেবা দিয়ে এসেছি। সেই ধারাবাহিকতায় আমরা আবুধাবি, শারজা রাস-আল-খাইমা এবং দুবাইতে আমাদের শাখা সম্প্রসারন করেছি। আগামী ২০২০ এক্সপোকে ঘিরে আমাদের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টা করে যাচ্ছি। আমি একজন প্রবাসী বাংলাদেশী হিসেবে এক্ষেত্রে প্রবাসী বাংলাদেশীদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি নেতা ফোরকান উদ্দিন চৌধুরী, মোহাম্মদ সেকান্দর হোসাইন, রাস-আল-খাইমা বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ স্কুলের সাবেক প্রেসিডেন্ট আলহাজ পেয়ার মোহাম্মদ,স্থানীয় ব্যবসায়ী নেতা মোঃ আব্দুল হাকিম,মোঃ এমদাদ হোসেন, কোম্পানির ম্যানেজার মোঃ আখতার হোসেন চৌধুরী প্রমুখ।
Discussion about this post