বিশ্বের অর্ধ শতাধিক দেশের ১৬ মিলিয়ন সুবিধা বঞ্চিত স্কুল পড়ুয়া শিশুদের সাহায্যার্থে প্রতি বছরের মতো এবারও ‘ওয়াক ফর এডুকেশন’ নামে বিশেষ র্যালির আয়োজন করে আন্তর্জাতিক সামাজিক সংগঠন দুবাই কেয়ারস। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার স্থানীয় সময় সকাল ৮ টায় দুবাই ক্রিক পার্কের ২ নং গেটে এ র্যালি অনুষ্ঠিত হয়।
দুবাই কেয়ারস বিগত ১১ বছর যাবত এ র্যালির আয়োজন করে আসছে। দুবাই কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারিক র্যালির শুরুতে তার বক্তব্যে বলেন শিক্ষাই পারে সামাজিক সম্প্রীতি সমুন্নত রাখতে। তথ্য প্রযুক্তির এই সময়ে শিক্ষা ছাড়া সভ্যতার বিকাশ কল্পনাই করা যায় না। অথচ বিশ্বের অনেক দেশ আছে যেখানে অর্থের অভাবে শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের এই আয়োজনের মূল লক্ষ্যই হচ্ছে বিশ্বের নানান প্রান্তে যেসকল ছাত্র ছাত্রিরা পায়ে হেটে দূর দূরান্তে গিয়ে শিক্ষা নিতে হয় তাদের সাথে একাত্মতা পোষণ ও সুবিধা বঞ্চিত শিশুদের কষ্ট নিজের করে নেওয়া।
বিশেষ এই র্যালিতে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী সামাজিক সংগঠন” টিম বাংলাদেশ “সহ বিভিন্ন স্কুল,কলেজ,ভার্সিটি, সরকারি ও বেসরকারি কোম্পানির প্রায় ১২ হাজার মানুষ এবার র্যালিতে অংশ গ্রহন করে । র্যালিতে অংশগ্রহণকারী সকলে ৩৫ দিরহাম দিয়ে রেজিষ্ট্রেশন করেন।
দুবাই কেয়ার বাংলাদেশের সহ বিশ্বের বিভিন্ন দেশে সুবিধা বঞ্চিত শিশুদের সাহায্যার্থে, বিশেষকরে যুদ্ধবিধ্বস্ত দেশ সমূহ, আফ্রিকা মহাদেশের অনুন্নত দেশ ও আরব বিশ্বের সুবিধা বঞ্চিত শিশুদের সাহায্য করে দুবাই কেয়ার। আমিরাতে বাংলাদেশি সামাজিক সংগঠন টিম বাংলাদেশ ৬ বছর ধরে অংশগ্রহণ করে আসছে র্যালিতে ।
Discussion about this post