র্স্মাট হতে কে না চায়! বিশ্বায়নের এ যুগে কিশোর-কিশোরী থেকে তরুণ-তরুণী, সবাই নিজিকে অন্যের কাছে র্স্মাট প্রমাণের প্রতিযোগিতায় ব্যাস্ত। এই র্স্মাটনেসের রূপ ধারণ করতে গিয়ে আধুনিকতার ঝড়ো হাওয়া এবং পাশ্চাত্যের বস্তুবাদী নোংরা সংস্কৃতির আগ্রাসনে নিমজ্জিত হয়ে আজ অজস্র মুসলিম তরুণ-তরুণীর চরিত্র লন্ডবন্ড। তাদের মনমগজে বদ্ধমূল হয়ে কাজ করছে যা কছিু ওয়স্টে তাই ফাস্ট! যা নতুন তাই আধুনিক এবং যা কিছু সেলিব্রেটির তাই র্স্মাটনেস। তাই আজ তারা পদস্খলিত হয়ে দিশেহারা। স্মার্ট হায়াতি বইটি সে সব অবসাদগ্রস্ত চেতনাকে চমকিত করবে। আধুনিক মনমানসিকতার তরুণ-তরুণীরদের মন কাড়বে।
স্মার্ট হায়াতি (বি স্মার্ট ইউথ ইসলাম) আমিরাত প্রবাসী আহসানুল আজিম শাহ’র ২য় গ্রন্থ। গ্রন্থটি প্রকাশ করেছে “দাঁড়িকমা” প্রকাশনী।
ঢাকা বই মেলা’র স্টল নং ৬৯৮, চট্টগ্রামে ৩৩-৩৪, খুলনা বই মেলা’র ৯৫ নং স্টলের পাশাপাশি রকমারি, বই বাজার সহ অনলাইন বুক শপ গুলোতে বইটি পাওয়া যাচ্ছে।

























