দুবাইতে বাংলাদেশি মালিকানাধীন কাভানা ফ্যাশনের সপ্তম বিক্রয় কেন্দ্রের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার আমিরাতে নিযুক্ত বাংলাদেশ কনসুলেট’র কমার্শিয়াল কাউন্সিলর মোঃ কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এই ফ্যাশন হাউজ শুভ উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন দুবাইয়ের বুকে কাভানা ফ্যাশন যে সফলতার ধারাবাহিকতা বজায় রেখেছে তা সকল বাংলাদেশী প্রবাসী এবং বাংলাদেশের জন্য ইতিবাচক। তিনি বলেন আমিরাতে এক্সপো ২০২০ কে ঘিরে প্রবাসী বাংলাদেশিরা তাদের ব্যবসার যে পরিধি বিস্তার করছে তা সত্যি প্রশংসনীয। তিনি বলেন প্রবাসে আমাদের দেশের ব্যবসায়ীদের পরিকল্পিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে এগিয়ে যেতে হবে। ভিসা বন্ধের পরও আমরা যে আমিরাতের বাজারে এখনো টিকে আছি সেটা একমাত্র সম্ভব হয়েছে প্রবাসী বাংলাদেশীদের মনোবল এবং পরিকল্পিত ব্যবসায়িক পদ্ধতির কারণে। তিনি সকল প্রবাসী বাংলাদেশিসহ ব্যবসায়ীদের বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধ করার অনুরোধ জানান।
কাভানা ফ্যাশনের সপ্তম শোরুম উদ্বোধন কালে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ মহিউদ্দিন জানান আমার এই ফ্যাশন হাউজ শুধুমাত্র এশিয়ানদের কে মাথায় রেখে চালু করা হয়নি। সারাবিশ্বের ফ্যাশন গ্রাহকরা যেন আমার প্রতিষ্ঠানে এসে স্বাচ্ছন্দে তাদের পছন্দের পোশাক গ্রহণ করতে পারে সে ব্যবস্থা রেখেছি।তিনি এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রার জন্য প্রবাসী বাংলাদেশিসহ সকল গ্রাহকদের সহযোগিতার আহ্বান জানান।
বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট আইয়ুব আলী বাবুল, বাংলাদেশ বিজনেস কাউন্সিল’র যুগ্ন-সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন,বাংলাদেশ কমিউনিটি নেতা কাজী মোহাম্মদ আলী, মাওলানা ফজলুল কবির চৌধুরী, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আনসারুল হক আনসার সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় এশিয়া, ইউরোপ, আফ্রিকান গ্রাহকরা উপস্থিত ছিলেন।
চলতি বছর দুবাই’র বড় বড় শপিংমলগুলোতে আরো বেশ কয়েকটি শোরুম চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানান কাভানা ফ্যাশনের স্বত্বাধিকারী মোহাম্মদ মহিউদ্দিন ।
Discussion about this post