প্রবাসে দেশ আর পরিচয় সবার এক। প্রবাসে দূর বা কাছে যে যেখানেই থাকিনা কেন আমরা সবাই লাল-সবুজের সদস্য। এখানে সমাজনীতি, সংস্কৃতি সব লাল সবুজের ফিতায় বাঁধা সংসার। নিজেদের সংস্কৃতি, চিন্তা, স্বপ্ন আর পারস্পরিক বন্ধনের এ দিকটি প্রবাসেও ঐক্যবদ্ধভাবে তুলে ধরতে হবে। ঐক্যবদ্ধ বাংলাদেশ কমিউনিটি গড়ার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশী সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে। প্রজন্মের সামনে আমাদের সে মূল্যবান সম্পদগুলো তুলে ধরতে হবে। প্রথম বারের মতো সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিল্পীদের নিয়ে নব গঠিত বাংলাদেশ শিল্পী সমিতি (ইউএই) শিল্পীরা এমন মন্তব্য করেন।।
৩১ জানুয়ারি শুক্রবার আমিরাতের শারজাহ মাম রেস্টুরেন্টে ২০২০ সালের নতুন কমিটি গঠন করা হয়। মোহাম্মদ জাবেদ মাসুমকে সভাপতি মোহাম্মদ আলি এমরান আবির’কে সাধারণ সম্পাদক ও সানি মজুমদারকে সাংগঠিন সম্পাদক করে এক পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, বঙ্গ শিমুল, যুগ্ন সাধারণ সম্পাদক লুৎফুর রাশেদ রাসেল, সহ সাংগঠনিক সম্পাদক সরোওয়ার জাবেদ, সাংস্কৃতিক সম্পাদক সামিদা চৌধুরী (পপি), মহিলা সম্পাদক আরিফা নুসরাত, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ তালহা, অর্থ-সম্পাদক সনিয়া সামিয়া, যোগাযোগ সম্পাদক মোহাম্মদ কাজি সালাহ উদ্দিন, সহ-যোগাযোগ সম্পাদক শিপন কর্মকার, দপ্তর সম্পাদক সম্পা শফিক, সহ-দপ্তর সম্পাদক আরকি আহাম্মেদ। নির্বাহী সম্পাদক অনিন্দিতা খান(সুমি), সাবরিনা মেহরিন টুম্পা, জেরিন তামান্না, সেলিম চৌধুরী, অজিৎ কুমার রায়, সৈয়দ আরিফ, রন্জিত বডুয়া ও নুর ফারুক।
এছাড়া আমিরাত বাংলাদেশ কমিউনিটির পরিচিত স্বজন মিসেস ইয়ামিন ইসলাম (মেরুনা), মোহাম্মদ জসিম উদ্দিন(পলাশ) ও মোহাম্মদ শামশুল আরিফিন পিয়ারা’কে সমিতির উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।
Discussion about this post