দারুণ একটি বছর পার করলেন বলিউড অভিনেতা রণবীর সিং। বছর শুরুর মতো শেষে এসেও বাজিমাত করলেন তিনি।রণবীর অভিনীত ‘পদ্মাবত’ মুক্তি পায় জানুয়ারিতে। সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। ঘরে তুলে নেয় ৫০০ কোটিরও বেশি অর্থ।
এবার সুপারহিটে হতে যাচ্ছে শুক্রবার (২৮ ডিসেম্বর) মুক্তিপ্রাপ্ত এই তারকার নতুন সিনেমা ‘সিম্বা’। মাত্র তিন দিনেই আলোচিত সিনেমাটি প্রবেশ করেছে ১০০ কোটির ক্লাবে। শুধুমাত্র ভারত থেকে ‘সিম্বা’ আয় করেছে ৭৫ কোটি রুপি। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ২৯ কোটি রুপি।
‘সিম্বা’ ভারত থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিন যথাক্রমে আয় করেছে ২০ কোটি ৭২ লাখ, ২৩ কোটি ও ৩১ কোটি রুপি। এর আগে রণবীরের ‘পদ্মাবত’ মাত্র পাঁচ দিনে ১১৪ কোটি রুপি আয় করে নিয়েছিলো।‘সিম্বা’তে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর। সারা আলী খান অভিনয় করেছেন তার প্রেমিকার চরিত্রে। অতিথি হিসেবে চমক দিয়েছেন অজয় দেবগণ।
রণবীর কাপুরের পরবর্তী সিনেমা ‘গুল্লি বয়’ মুক্তি পাবে নতুন বছর। এছাড়া কবির খান পরিচালিত ‘৮৩’ সিনেমায় ভারতীয় সাবেক ক্রিকেট অধিনায়ক কপিল দেবের চরিত্রে দেখা যাবে ৩৩ বছর বয়সী এই অভিনেতাকে।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post