আলোচনা-সমালোচনা সব ক্ষেত্রেই আছে এবং থাকবে। শোবিজ অঙ্গনে প্রতি বছরের মত বিদায়ী বছরেও (২০১৮) আলোচিত ঘটনার পাশাপাশি বেশকিছু সমালোচিত ঘটনা ঘটেছে। আলোচিত ঘটনাগুলো বিনোদন প্রেমীদের যেমন আনন্দ দিয়েছে, তেমনি সমালোচিত ঘটনাগুলো হয়েছে তাদের বিরক্তির কারণ।
চলতি বছরের এমন আলোচিত-সমালোচিত মোট ১০ ঘটনা নিয়ে এ আয়োজন:-
আসিফ-তুহিন দ্বন্দ্ব
নিজেদের তৈরি গানের ব্যবসায়িক যথাযথ অধিকার নিয়ে মতানৈক্য দেখা দেয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর ও শফিক তুহিনের মধ্যে। তাদের মতানৈক্যের জল ঘোলা হতেই থাকে। এরপর শফিক তুহিন কর্তৃক আসিফের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করলে আসিফ আকবর গ্রেফতার হন এবং পরবর্তীতে জামিনে ছাড়া পান। নিজেদের মধ্যে সমঝোতা না হওয়ায় বিষয়টি এখন আইনি প্রক্রিয়ায় এগোচ্ছে। আর এ বিষয়টি ছিলো চলতি বছরের অন্যতম সমালোচিত একটি ঘটনা।
শাকিব-অপু’র বিচ্ছেদ
দেশীয় চলচ্চিত্রে বেশ জনপ্রিয় জুটি ছিলেন শাকিব খান-অপু বিশ্বাস। রুপালি পর্দার মত বাস্তব জীবনে এক হয়েছিলেন তারা। কিন্তু গোপনে বিয়ে-সন্তানের বিষয় প্রকাশের আসার মাত্রই দ্বন্দ্ব বাঁধে এই দম্পতির মধ্যে। দিনে দিনে তাদের এই দ্বন্দ্ব শুধু বাড়তেই থাকে। এরপর শাকিব গত বছরের নভেম্বরে তালাকের কাগজ পাঠান অপুকে।অতঃপর তাদের মধ্যে সমঝোতা করার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে একাধিক সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে দুজনকেই থাকার জন্য বলা হলে অপু উপস্থিত হন, কিন্তু শাকিব যান না। এরপর চলতি বছরের ১২ মার্চ শাকিব-অপুর বিবাহ বিচ্ছেদ কার্যকর করা হয়।
আরমান আলিফ এবং ‘অপরাধী’
এ বছর মিডিয়ার আলোচিত এক নাম আরমান আলিফ এবং তার কণ্ঠের ‘অপরাধী’ গান। তার কণ্ঠের এই গানটি ইউটিউব ভিউজ ২০ কোটির দিকে এগোচ্ছে। ভিউজ বিচারে গানটি বিশ্বের সেরা এক’শ গানের মধ্যে ৮০ থেকে ৮২’র মধ্যে উঠানামা করেছে। গানটি সবচেয়ে সীমিত সময়ের (১৪ দিনে) মধ্যে ১ কোটি ভিউ’র ঘর স্পর্শ করে। গাওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর আরমানেরই। সঙ্গীতায়োজনে অংকুর মাহমুদ।
নোলক নিয়ে নির্মাতার অভিযোগ
শাকিব খান অভিনীত ‘নোলক’ সিনেমার মূল পরিচালককে বাদ দিয়ে শুটিং করার অভিযোগ উঠে। সিনেমাটির পরিচালক রাশেদ রাহা নিজেই এই অভিযোগ করেছেন বাংলাদেশ পরিচালক সমিতির কাছে। তিনি দাবি করেন মাঝ পথে তাকে বাদ দিয়ে প্রযোজক অন্য পরিচালক দিয়ে সিনেমাটির কাজ শেষ করছেন।
বাপ্পার সঙ্গে বিচ্ছেদ নিয়ে চাঁদনীর আপত্তি
চলতি বছরের মাঝামাঝি সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার ও মডেল–উপস্থাপিকা তানিয়া। কিন্তু বাপ্পা-তানিয়ার বিয়ের আগে আপত্তি তোলেন চাঁদনী। তিনি মিডিয়াকে জানান, তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়নি। চাঁদনীর এই বার্তার প্রেক্ষিতে বাপ্পা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার উদ্দেশ্যে ছাড়াছাড়ির বিষয়টি খোলাসা করে যথা সময়ে (১৬ মে) তানিয়াকে বিয়ে করেন। পরবর্তীতে চাঁদনী অবশ্য এ বিষয়টি নিয়ে আর কোনো আপত্তি করেননি।
হাজী বিরিয়ানী’ গানের কথা নিয়ে বিতর্ক
‘দহন’ সিনেমার ‘হাজীর বিরিয়ানী’ গানের-বাবা, গাজা, মাল, মাতাল এবং মাতাল হয়ে হিসু করবো দেয়ালে’- কথাগুলো নিয়ে ব্যাপক আপত্তি উঠে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। এরপর ‘দহন’ থেকে গানটি বাদ দেয়া হয়।
দেবী সিনেমা নিয়ে বিতর্ক
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবী’ চলচ্চিত্রটির প্রযোজনা করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমাটির নির্মাণ সম্পন্ন হওয়ার পর এপ্রিলে অনুমতির বিষয়ে প্রশ্ন তুলেন হুমায়ূন কন্যা শীলা আহমেদ। এর পরই শুরু হয় সমালোচনা। পরবর্তীতে অবশ্য বিষয়টি নিয়ে সমঝোতায় আসেন তারা।
গুজব ছড়ানোর দায়ে নওশাবা আটক
চলতি বছরে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আটক হন ছোটপর্দার অভিনেত্রী কাজী নওশাবা। ৪ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় নওশাবাকে দুই দফা রিমান্ডে নেয় পুলিশ। পরবর্তীতে ২১ আগস্ট জামিন পান এই অভিনেত্রী।
উৎসবে আমদানি করা সিনেমা মুক্তিতে নিষেধাজ্ঞা
ঈদ-পূজা’সহ দেশের বড় উৎসবগুলোতে আমদানি করা সিনেমা মুক্তি ও বিতরণে নিষেধাজ্ঞা দেয় সুপ্রিম কোটের্র আপিল বিভাগ। গত ৯ মে নিপা এন্টারপ্রাইজের পক্ষ থেকে প্রযোজক সেলিনা বেগম আদালতে এ নিয়ে রিট করলে আদালত এই সিদ্ধান্ত দেন।
বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা’র ফাইনালে বাংলাদেশ
চলতি বছর দেশিয় মিডিয়াঙ্গনে আলোচিত এক নাম জান্নাতুল ফেরদৌস ঐশী। এবার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মূল আসরে গিয়ে বেশ আশা জাগিয়েছেন বরিশালের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী। তিনি নিজেকে নিয়ে গিয়েছিলেন ফাইনাল পর্যন্ত। এবারই প্রথম কোনো বাংলাদেশি মেয়ের ফাইনালে যাওয়া।
আটক হয়েছিলেন নওশাবা
ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গত ৪ আগস্ট আটক হন টেলিভিশন ও বড় পর্দার অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। উত্তরায় শুটিং স্পট থেকে আটক করা হয় তাঁকে। জিগাতলায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে ফেসবুক লাইভে এসেছিলেন নওশাবা। পরে তিনি জামিনে ছাড়া পান।
ডিরেক্টরস গিল্ডের নির্বাচন
দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয় টেলিভিশন নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের। গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হন অভিনেতা ও নির্মাতা সালাহউদ্দিন লাভলু এবং সাধারণ সম্পাদক হিসেবে এস এ হক অলিক। আগামী দুই বছর নাট্য পরিচালকদের নেতৃত্ব দেবেন তাঁরা।
শ্রাবন্তীর বিচ্ছেদ
ছোট পর্দার অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী যুক্তরাষ্ট্রপ্রবাসী। সংসার করছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের
সহযোগী অধ্যাপক খোরশেদ আলমের সঙ্গে। দীর্ঘদিনের সংসার ভেঙেছে এ বছর। তালাকের নোটিশ পেয়ে দেশে এসে সংসার জোড়া লাগানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে গত অক্টোবর আবার যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন শ্রাবন্তী।
দলগত কাজ
২০১৭ সাল থেকেই নাট্য নির্মাতারা মিলে ঈদে দলগত কাজ শুরু করেন। গত বছর ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’, ‘ছবিয়াল রি-ইউনিয়ন’, ‘অস্থির সময়ে স্বস্তির গল্প’সহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়। বিশ্বকাপ ফুটবলের কারণে এ বছর এমন উদ্যোগে একটু ভাটা পড়ে। তবে ঈদুল আজহায় ‘মোস্তফা সরয়ার ফারুকী এবং ভাই ব্রাদার এক্সপ্রেস’ নামে একটি দলগত উদ্যোগ নেওয়া হয়। এতে আটজন নির্মাতা নির্মাণ করেন আটটি নাটক। সেগুলো প্রচারিত হয় চ্যানেল আইতে। নাটকগুলো নিয়ে দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা যায়। এ ছাড়া দলগতভাবে ওয়েব নাটক ও চলচ্চিত্র নির্মাণ করতে দেখা গেছে এ বছর।
অ্যালেন-সারিকা নিষিদ্ধ
এ বছর ছোট পর্দার দুই অভিনয়শিল্পী অ্যালেন শুভ্র ও সারিকাকে নিষিদ্ধ করে ডিরেক্টরস গিল্ডসহ টেলিভিশন নাটক নির্মাণের সঙ্গে যুক্ত সংগঠনগুলো। অ্যালেন শুভ্রর বিরুদ্ধে নাট্য পরিচালক নিয়াজ মাহবুবকে ইট দিয়ে আঘাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয়। এই নিষেধাজ্ঞা গত ১০ মে থেকে কার্যকর করা হয়েছিল। তিন মাস পর অ্যালেন অভিনয়ে নিয়মিত হন। এদিকে ‘অশিল্পীসুলভ আচরণ’-এর জন্য অভিনয় শিল্পী সংঘের সদস্য সারিকা সাবরিনকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)। গত ১ আগস্ট থেকে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। গত ১০ এপ্রিল সারিকার বিরুদ্ধে অভিযোগ করেন প্রযোজক মোহাম্মদ বোরহান খান। পরে সারিকা ক্ষমা চাইলে শাস্তি বাতিল করা হয়। কাজে ফেরেন সারিকা।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post