মোহাম্মদ এনামুল হকঃ মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সুলতান কাবুস বিন সাঈদ শুক্রবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর।
সুলতান কাবুস বিন সাঈদ ছিলেন পৃথিবীর সবচেয়ে দীর্ঘমেয়াদি শাসক। তিনি ৫০ বছর যাবত ওমান শাসন করেন। তার ইন্তেকালে ওমানে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে এবং ৪০দিন যাবত জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ১৯৭০ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে সুলতান কাবুস বিন সাঈদ ওমানের ক্ষমতা দখল করেন। তারপর থেকে ৫০ বছর তিনি ওমানের শাসনকার্য পরিচালনা করেন। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন।
অবিবাহিত সুলতান কাবুস বিন সাঈদ কোন উত্তরাধিকারী রেখে যাননি। তার কোন ভাইও নাই, এমতাবস্থায় দেশটির শাসন ক্ষমতায় কে আসবেন এখনই কিছু বলা যাচ্ছেনা। ওমানের সংবিধান অনুসারে সিংহাসন শূন্য হওয়ার তিন দিনের মধ্যে উত্তরসূরি নির্ধারণ করার কথা উল্লেখ আছে।
সুলতান কাবুস বিন সাঈদ ছিলেন খুব ভালো মানুষ ও প্রজ্ঞাবান শাসক । তাকে বলা হয় আধুনিক ওমানের কারিগর। তিনি ওমানকে আধুনিক রাষ্ট্রে রূপান্তর করতে সক্ষম হয়েছিলেন।

























