আব্দুর রহিম (নাজিম মাহমুদ) একজন প্রতিভাবান মানুষ। আর্টিস্ট, লেখক, কবি হিসেবে আমিরাত প্রবাসীদের কাছে যথেষ্ট গ্রহণযোগ্যতা ছিল। পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে সবার কাছে প্রিয় ছিলেন নাজিম মাহমুদ।
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় তার বাড়ি। বর্তমানে শহরে বসবাস করছেন। দীর্ঘদিন ভিসা জটিলতায় আমিরাতে আটকে ছিলেন। বিয়ে করার কিছুদিন আগে তার মা মারা যান। মায়ের মৃত্যুর সময়েও ভিসা সমস্যার কারণে বাড়ি যেতে পারেনি। বিয়ে সম্ভবত ভিডিও কলে করেন। তখনও বাড়ি যেতে পারেনি।
এক পর্যায়ে একেবারেই বাড়ি চলে যান। আমিরাত ফেরত নাজিম মাহমুদ এর অবস্থা নাজুক আব্দুর রহিম (নাজিম মাহমুদ) একজন প্রতিভাবান মানুষ। আর্টিস্ট, লেখক, কবি হিসেবে আমিরাত প্রবাসীদের কাছে যথেষ্ট গ্রহণযোগ্যতা ছিল। পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে সবার কাছে প্রিয় ছিলেন নাজিম মাহমুদ।
বর্তমানে শহরে বসবাস করছেন। দীর্ঘদিন ভিসা জটিলতায় আমিরাতে আটকে ছিলেন। বিয়ে করার কিছুদিন আগে মা মারা গেছেন। ভিসা সমস্যার কারণে বাড়ি যেতে পারেনি। বিয়ে সম্ভবত ভিডিও কলে। তখনও বাড়ি যেতে পারেনি। একটা পর্যায়ে একেবারেই বাড়ি চলে যান। সম্প্রতি তিনি শারীরিক দুর্বলতার কারণে চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক জানান তার ক্যান্সার হয়েছে। Chalongiocarcinoma (bile duct cancer) পিত্তনালীর ক্যান্সার হওয়া চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। চিকিৎসক বলছে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা না করাতে পারলে জীবনের ঝুঁকি আরো বৃদ্ধি পাবে।
প্রবাসীদের পরিবার থাকলেও প্রবাস ফেরত অনেক প্রবাসীর আপনজন তেমন পাশে থাকে না। নাজিম মাহমুদ ভাইয়ের স্ত্রী স্বামীর চিকিৎসার জন্য সবার কাছে সহযোগিতা চেয়েছেন। আসুন আমরা আমাদের সাধ্যমতো প্রবাস ফেরত ক্যান্সার রোগে আক্রান্ত নাজিম মাহমুদ ভাইকে সাহায্য করি। মোবাইল নম্বর নাজিম মাহমুদ – 01647520920 (বিকাশ)
Discussion about this post