পরিবারের স্বচ্ছলতা আনতে প্রতি বছর দেশান্তরী হচ্ছেন অগনিত বাংলাদেশি। প্রবাসে এসব বাংলাদেশিদের কেউ সুখের দেখা পেলেও আবার কেউবা সে জীবনে দিশেহারা হয়ে হারিয়ে যাচ্ছেন জীবন থেকে। আরব আমিরাতে ভাগ্য ফেরাতে গিয়ে এমন বহু বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। যা শ্রমবাজারে রীতিমত উদ্বেগের!
গত ১ বছরে আমিরাতে ১৩৪ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।
গত বুধবার ১৮ ডিসেম্বর ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ উপলক্ষ্যে আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনসুলেট এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে দূতাবাসের দেয়া এক পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।
জানুয়ারী থেকে ডিসেম্বর-২০১৯ পর্যন্ত দূতাবাসের কার্যক্রমের সংক্ষিপ্ত পরিসংখ্যান তুলে ধরেন লেবার কাউন্সিলর আবদুল আলিম মিয়া। তিনি জানান, আমিরাতে যারা বিভিন্ন কারণে আটকে আছেন তাদের দেশে পাঠাতে চলতি বছরে প্রায় ১৫০ বার আমিরাতের জেল ভিসিট করা হয়েছে। এ বছর চার হাজার ২৪৮ জন নাগরিকের ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে। তাদের মধ্যে চার হাজার ১৬৭ জন পুরুষ ও ৮১ জন মহিলা রয়েছে। সরকারি খরচে প্রায় ২৫ জনের মতো অসুস্থ ব্যক্তিকে দেশে পাঠানো হয়েছে।
এ বছর ১৩৪ জন প্রবাসী মারা গেছে, তার মধ্যে ৪৪ জনকে সরকারি খরচে দেশে পাঠানো হয়েছে। এ ছাড়া ৪৫ কোটি টাকা মৃত্যুজনিত ক্ষতি পূরণ আদায় করে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তা ছাড়া কেউ মারা গেলে মৃতদেহ দেশে পাঠাতে প্রতিদিন ২৪ ঘণ্টা দূতাবাসের সেবা চালু রয়েছে।


























