আমিরাতের শারজায় ঘুমন্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম প্রবাসী মোহাম্মদ জাহেদুল আলম (৪৫) মৃত্যুবরণ করেছেন। শুক্রবার দিবাগত রাতে ঘুম থেকে আর উঠেনি এই রেমিট্যান্স যোদ্ধা।
জানা যায়, ৬ ডিসেম্বর তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় ঘুমাতে যান, ০৭ ডিসেম্বর সকাল ৮টায় কাজের সময় হলে তিনি ঘুম থেকে না উঠলে সহকর্মীরা তাকে ডেকে তোলার চেষ্টা করেন। মোহাম্মদ জাহেদুল আলমের কোনো সাড়া শব্দ না পেয়ে সহকর্মীরা পুলিশে খবর দেয়।
পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে উপস্থিত হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ তিন কন্যা সন্তান রেখে যান।মৃত জাহিদুল আলমের দেশের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী থানাধীন কৃষি ফার্মের, মুন্সির বাড়ি।
Discussion about this post