মোহাম্মদ এনামুল হক: আজ ২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের ৪৮ তম স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি যথাযথভাবে সম্মানের সাথে পালন করা হচ্ছে ।
দিবসটি আসার প্রায় ২ সপ্তাহ আগে থেকেই আমিরাতের শহরগুলোকে অপরূপরূপে সজ্জিত করা হয়েছে। প্রতিটি সড়কে টানানো হয়েছে জাতীয় পতাকার রঙ সম্বলিত ব্যানার ও পেষ্টুন। সড়কের মাঝখানে লাইটপোস্টগুলো সাজানো হয়েছে ঝলমলে লাইট দিয়ে। শহরের বড়বড় টাওয়ার, মার্কেট ও সপিংমলগুলোতে করা হয়েছে বর্ণাঢ্য আলোকসজ্জা। অনেক আমিরাতি তাদের গাড়িগুলোকে নানান সাজে সজ্জিত করেছেন।
সংযুক্ত আরব আমিরাত একটি মরুময় দেশ, সংক্ষেপে বলা হয় UAE, রাজধানীর নাম আবুধাবি এবং সবচেয়ে বড় শহর দুবাই। সংযুক্ত আরব আমিরাতের উত্তরে পারস্য উপসাগর, দক্ষিণ ও পশ্চিমে সৌদি আরব, এবং পূর্বে ওমান ও ওমান উপসাগর। ১৯৭১ সালের ২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাত বৃটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের পরপরই ৬টি এবং পরে আরো ১টি মোট ৭টি আমিরাত নিয়ে গঠন করা হয় সংযুক্ত আরব আমিরাত। এই ৭টি আমিরাতের নাম হলো যথাক্রমে- আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, উম্মুল কুয়াইন, ফুজিরা ও রাস আল খায়মা।
স্বাধীনতা লাভের পরপরই সংযুক্ত আমিরাতের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শেখ যায়েদের সুদক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যেতে থাকে। ১৯৮০ সালের দিকে তেলের সন্ধান লাভের পরপরই সংযুক্ত আরব আমিরাত হয়ে ওঠে একটি অন্যতম তেল রপ্তানী দেশ হিসেবে। দ্রুত পাল্টে যায় দেশের অবকাঠামো। উন্নতির শিখরে এসে পৌঁছে দেশটি। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের এক নম্বর আয়ের দেশে পরিণত হয়েছে। আমিরাতের বৃহত্তম শহর দুবাইতে নির্মিত হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার। প্রায় ২০ মিলিয়নের মতো পর্যটক আসেন প্রতি বছর এ দেশে । নিরাপত্তার দিক থেকেও সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের এক নম্বর নিরাপত্তার দেশ হিসেবে উঠে এসেছে।
Discussion about this post