পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের সঙ্গে আর থাকছেন না জনপ্রিয় চরিত্র ‘জ্যাক স্প্যারো’ জনি ডেপ। হলিউড রিপোর্টারকে ডিজনি ফিল্ম প্রডাকশনের প্রধান শন বেইলি বলেছেন, ‘হলিউডের এই জনপ্রিয় সিরিজের পরবর্তী ছবির চিত্রনাট্য লিখছেন রেট রিজ ও পল ওয়ারনিকি। এরই মধ্যে তাঁরা কাজ শুরু করেছেন। তবে এটা ঠিক, দারুণ জনপ্রিয় এই চলচ্চিত্র সিরিজের পাঁচটি ছবিতে জ্যাক স্প্যারো চরিত্রে আপনারা যাঁকে দেখেছেন, সেই জনি ডেপ আর এই নেই। চরিত্রটি তিনি করছেন না, এটা পুরোপুরি নিশ্চিত। আমরা এই চরিত্রের জন্য নতুন কাউকে ভাবছি।’
শন বেইলি আরও বলেছেন, ‘ছবিটার মধ্যে আমরা নতুন উদ্দীপনা আর প্রাণশক্তি আনতে চাই। রেট রিজ আর পল ওয়ারনিকি এবার একটু আলাদা করে ভাবছেন। আমরা নতুন কিছু দর্শকদের উপহার দিতে চাই। সেভাবেই কাজ চলছে।’
জনি ডেপের বয়স এখন ৫৫। প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন ১৯৮৪ সালে। ছবির নাম ‘এ নাইটমেয়ার অন এলম স্ট্রিট’। এরপর তিনি ৪৪টি ছবিতে অভিনয় করেছেন। তাঁর অভিনীত ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের ছবিগুলো হলো ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ (২০০৩), ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যানস চেস্ট’ (২০০৬), ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ডস এন্ড’, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস’ (২০১১) এবং ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড মেন টেল নো টেলস’ (২০১৭)।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post