ছোটপর্দার দু’দর্শকপ্রিয় তারকা আরফান নিশো ও মেহজাবিন চৌধুরী। এবার ‘ঋণী’ নামের নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তারা। রাজিব হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান।নিশো-মেহজাবিন ছাড়াও নাটকটিতে আরও অভিনয়ে রয়েছেন রাশেদা চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর প্রমুখ।
নাটকটিতে রিনি নামে অভিনয় করেছেন মেহজাবিন। এর কারণে শাহেদের (নিশো) এলোমেলো জীবন বদলে যায়। আদর্শ একজন প্রেমিকা কিংবা স্ত্রী যে একজন মানুষকে বদলে দিতে পারে, এমন গল্পের নাটক হলো ‘ঋণী’ বললেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।
এতে থাকছে মাহতিম শাকিবের কণ্ঠে ‘রোজ বেলা শেষে’ শিরোনামের একটি গান। এর কথা লিখেছেন সিরাজুম মুনির। সুর-সঙ্গীতায়োজনে নাবেদ পারভেজ।বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত ৮টায় নাটকটি আরটিভিতে প্রচার হবে। একইদিন রাত ৯টায় গ্লোবাল টিভিতেও প্রচার হবে নিশো-মেহজাবিন অভিনিত নাটকটি।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post