১. মসজিদে প্রবেশকালে ডান পা আগে দিয়ে বিছমিল্লাহ বলে, দরুদ শরীফ পড়ে এবং আল্লাহুম্মাফতাহলী আবওয়াবা রাহমাতিক দু’আ পড়ে প্রবেশ করবেন এবং বের হওয়ার সময় বাম পা আগে দিয়ে বিছমিল্লাহ বলে, দরুদ শরীফ পড়ে এবং আল্লাহুম্মা ইন্নী আস আলুকা মিন ফাজলিক দু’আ পড়ে বের হবে।
২. মসজিদে প্রবেশ করে বাসার আগে দুই রাকাআত তাহিয়্যাতুল মসজিদ নামাজ পড়বে।
৩. মসজিদের ভিতরে ক্রয়-বিক্রয় করবে না।
৪. মসজিদের ভিতরে কোন প্রকার মারণাস্ত্র প্রদর্শন করা যাবে না।
৫. কোন হারানো বস্তুর এলান মসজিদের ভিতরে করবে না।
৬. মসজিদে উচ্চস্বরে কথা বলবে না।
৭. মসজিদের ভিতরে দুনিয়াবি কথাবার্তা বা গল্পগুজবের আসর জমাবে না।
৮. মসজিদে বসার জায়গা নিয়ে কারো সাথে বিবাদ করবে না।
৯. কাতারের ভিতরে অনাকাঙ্ক্ষিতভাবে ঢুকে অন্যের বিরক্তি উৎপাদন করা যাবে না।
১০. নামাজরত কোন ব্যক্তির সামনে দিয়ে যাবে না।
১১. মসজিদে বসে অপ্রয়োজনে হাত-পা নাড়া-চাড়া করা যাবে না।
১২. আঙ্গুল ফুটাবে না।
১৩. মসজিদের ভিতরে থুথু ফেলা যাবে না।
১৪. কোন পাগলকে সঙ্গে নিয়ে মসজিদে প্রবেশ করবে না।
১৫. মসজিদে প্রবেশ করে যথাসাধ্য আল্লাহর জিকিরে মশগুল থাকবেন।
সূত্র: তাফসীরে মারিফুল কুরআন।
Discussion about this post