গ্রাজু্য়েশন কমপ্লিট হবে আর এক বছর পর। এর মাঝে দুবাইতে একটা হার্ডওয়ার দোকানে ম্যনেজার পদের লোভনীয় অফার, ভিজিট ভিসায় দুবাইতে নিয়ে এসে পরবর্তীতে তিন বছরের পার্টনার ভিসা লাগানো হবে। ভিজিট ভিসা আর পার্টনার ভিসা মিলে বাংলাদেশি টাকায় ৬/৭ লাখ টাকার বিনিময়ে মিলবে মাসে ৩০ হাজার টাকা বেতন।
পার্টনার ভিসায় ভিসা লাগানো হলেও মুলত আরব আমিরাতে এক কোম্পানির ভিসায় অন্য পার্টনার ভিসা কোম্পানিতে কাজ করা অবৈধ। তারপর ওদুবাইতে অবস্হানরত প্রবাসী বাংলাদেশিরা ভালো করেই জানেন এখানকার জীবন যাত্রা কতটা ব্যয়বহুল। নাস্তা, খাওয়া খরছ, রুম ভাডা, টেলিফোন বিল সহ নিন্ম আয়ের একজন শ্রমিকের মাসিক খরছ প্রায় ৮শ থেকে ১হাজার দিরহাম।
বাংলা ৩০ হাজার টাকা বেতন হলে ১৩শ দিরহামের মত । ১৩শ দিরহাম থেকে ১০০০ দিরহাম যদি খরছ হয়ে যায় তখন হাতে থাকবে ৩শ দিরহাম বা বাংলা ৭ হাজার টাকা। এই ৭ হাজার টাকা দিয়ে কয় বছরে ৬/৭ লাখ টাকার দেনা শেষ হবে? কিভাবে সংসার নামের একটা পরিবারের ভরন পোষণ চলবে?
টাকার লোভ দেখিয়ে এভাবেই প্রতি বছর হাজরো স্বপ্নের মৃত্য ঘটাচ্ছে কিছু অমানুষ….. একদিকে লোভনীয় স্বপ্নের মিথ্যে হাতছানি, অন্যদিকে নিজের শিক্ষাজীবন!!! এ অবস্হায় কি করনীয়? আপনাদের জানা আছে কি!
Discussion about this post