দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় আমিরাত প্রবাসী শিল্পী বঙ্গ শিমুলের কন্ঠে “দুঃখ কুড়াইতে” শিরোনামে নতুন মিউজিক ভিডিও প্রকাশ করেছে লেজার ভিশন এর ইউটিউব চ্যানেল ৷
স্নেহাশীষ ঘোষের লেখা, গানটির সুর করেছেন কাজী শুভ ও সঙ্গীত পরিচালনা করেছেন এম,এম,পি রনি। “দুঃখ কুড়াইতে” মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন অপরাধী খ্যাত মডেল আনান এবং সুন্দরী মড়েল কবিতা। খান মাহীর ভিডিও সম্পাদনায় মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে।
এর আগে ইউটিউবে শিমুল এর “আদম হাওয়া” শিরোনামে একটি ফোক গান সিডি চয়েস থেকে এবং “বেসামাল” শিরোনামে ধ্রুব মিউজিক স্টেশন এবং “এলো মা” শিরোনামে পুজার গান লায়নিক মাল্টিমিডিয়া ব্যানার থেকে রিলিজ হয়েছিল।
আমিরাত প্রবাসী শিল্পী শিমুল কাজের পাশাপাশি নিয়মিত গান পরিবেশন করে থাকেন। স্টেজ শো ও ইভেন্ট নিয়ে নিজেকে সব সময় ব্যস্ত রাখেন। আমিরাতের প্রবাসী বাংলাদেশী, পাকিস্তানী সহ ভারত এর সঙ্গীতপ্রিয় শ্রোতা দর্শকদের কাছে খুব জনপ্রিয় বঙ্গ শিমুল। “পঞ্চম” নামের একটি নিজস্ব ব্যান্ড রয়েছে তার। আরব আমিরাতে তার গড়া “পঞ্চম” ব্যান্ড দল দারুন জনপ্রিয়।
শিমুল এর দেশের বাড়ি ফেনী জেলায়। ছোট বেলা থেকেই গান করার শখ ছিল বলে স্কুল জীবন শেষ করে কলেজে ভর্তি হয়ে সৃষ্টি করেন ব্যান্ড দল “রিভেল”। এরপর ঢাকায় গিয়ে যুক্ত হন আন্ডারগ্রাউন্ড ব্যান্ড দল স্বদেশ এর সঙ্গে।
প্রবাসে বাংলা গান বাংলা সংস্কৃতিকে তুলে ধরে দেশের সম্মান বাড়ানোর কাজে এই ব্যান্ডের মাধ্যমে নিরলস কাজ করে যাচ্ছে বলে জানান শিমুল। প্রবাসীদের ভালোবাসা ও প্রশংসায় সত্যিই আমি মুগ্ধ শিমুল সবার ভালবাসা পেলে এভাবে একের পর এক নতুন গান দর্শক শ্রোতাদের জন্য সামনেও করে যাবেন বলেও জানান এই প্রবাসী শিল্পী ।
গানটির ইউটিউব লিংক
Discussion about this post