নতুন প্রজন্মের শিল্পী বর্ষা সুমি’র “সুন্দরী ললনা” ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে। ২৬ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশের স্বনামধন্য অডিও কোম্পানী জি সিরিজ এর ইউটিউব চ্যানেলে সুন্দরী ললনা গানটি প্রকাশ পায়।
গানটির কথা সুর ও সংগীত করেছেন বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী ও সংগীত পরিচালক আভরাল সাহির । গানের ভিডিও নির্মান করেছেন জনপ্রিয় ভিডিও নির্মাতা সৈকত রেজা ।
এ গানটির মাঝে “বর্ষাসুমী” নিজেই একঝাক তরুনের সাথে চমৎকার পোশাকে নেচে গেয়ে ডিজে সাউন্ড ও লাইটের ঝলকানিতে পুরো ভিডিওতে এক চমৎকার দৃশ্য তুলে ধরেন ক্যামেরায়, আর আবরাল সাহির সব সময় হিপ হপ মিউজিক করেন, সুন্দরী ললনা সবার থেকে আলাদা একটা ধুম ধারাক্কা গান।
সুন্দরী ললনা সম্পর্কে বর্ষা সুমি বলেন অনেক ভক্তশ্রোতা, দর্শকরা আমার হিপ হপ পরিবেশনা পছন্দ করেন, তাদের কথা মাথায় রেখে মূলত গানটা করা, ভিডিও নির্মাতা সৈকত রেজা ভাই খুবই যত্নশীল একজন পরিচালক, তিনি খুবই পরিশ্রম করে গানটা নির্মান করেছেন। দর্শকদের উদ্দেশ্যে বলেন গানটি দেখুন, আশা করি গানটি সবার ভাল লাগবে, আপনাদের ভালোবাসা পেলে আগামীতে আরো রোমান্টিক মিউজিক ভিডিও উপহার দিতে পারবো।
গানটির ইউটিউব লিংক
Discussion about this post