মোমেন সরকার, সৌদি আরব: পবিত্র কুরআনের খেদমতের প্রয়াসে দাওয়াতী সংগঠন খিদমাতুল কুরআন ওলামা পরিষদ সৌদি আরবের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দা আত্তাইসির মিলনায়তনে এক টেলি-কনফারেন্সের মাধ্যমে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
মাওলানা ক্বারী রায়হান উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত এ কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থত ছিলেন হাফেজ ক্বারী ইব্রাহিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জনাব আলমগীর হোসাইন।
নব-নির্বাচিত আহ্বায়ক কমিটিতে এইচ এম শহীদুল্লাহকে আহ্বায়ক, মাওলানা আতাউল্লাহ আল মাদানীকে যুগ্ম আহ্বায়ক, মাওলানা ক্বারী রায়হান উদ্দীনকে সদস্য সচিব, মাওলানা মামুনুর রশিদকে অর্থ সচিব, মাওলানা জাকারিয়া কাতেবীকে প্রচার সচিব, মুফতি মোমেন সরকারকে সহ প্রচার সচিব, মুনশি আবু আরাফাক, মাওলানা ইউনুস আহমদ ও মাওলানা হাফেজ হাবীবুল্লাহকে সিনিয়র সদস্য, হাফেজ আরিফুল্লাহ ও এম বি এম হারুনুর রশিদকে সদস্য নির্বাচিত করা হয়।