মহাগ্রন্থ আল কুরআন সাথে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রথম মহাকাশ নভোচারী মেজর হাজ্জা আল মানসুরী কাজাখাস্তানের বাইকোনুর শহর থেকে রওয়ানা হবার ৬ঘন্টা পর আন্তর্জাতিক স্পেস স্টেশনে (আই এস এস) পৌঁছেছেন। তাকে বহনকারী মহাকাশযানটি স্পেস স্টেশনে পৌঁছার পর হাজ্জা মানসুরী আসসালামু আলাইকুম বলে বিশ্ববাসীকে অভিবাদন জানিয়েছেন।
Discussion about this post