সৌদি আরবের দাম্মামে বাস-প্রাইভেটকার সংঘর্ষে এক বাংলাদেশি মারা গেছেন। গত সোমবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে দাম্মামের জুবাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি সালাউদ্দিন নরসিংদীর রায়পুরা উপজেলার চানপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে।
সালাউদ্দিন একটি কনস্ট্রাকশন কম্পানিতে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন। গত ১৫ দিন আগে দেশ থেকে ছুটি কাটিয়ে সৌদি আরবে এসেছেন। সোমবার সকালে একটি প্রাইভেটকার যোগে সহকর্মীদের সাথে কর্মস্থল জুবাইলের কনস্ট্রাকশন সাইটে যাচ্ছিলেন। ঐ সময় হঠাৎ পেছন দিক থেকে একটি বাস তাদের গাড়িকে ধাক্কা দেয়। এতে তিন বাংলাদেশি, দুই ভারতীয় ও গাড়ির ড্রাইভার পাকিস্তানি নাগরিক আহত হয়।
স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে জুবাইলের একটি হাসপাতালে নিয়ে গেলে ভর্তির কয়েক ঘণ্টার মাথায় সালাউদ্দিন মারা যায়। এ ঘটনায় দুই বাংলাদেশিসহ দুই ভারতীয় নাগরিক ও এক পাকিস্তানি ড্রাইভার আহত হয়। আহতদের পরিচয় জানা যায়নি। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Discussion about this post