সংযুক্ত আরব আমিরাত প্রথমবারের মতো মহাকাশে নভোচারী পাঠিয়েছে। মার্কিন মহাকাশ সংস্থা’র (নাসা) ঘোষণা অনুযায়ী বুধবার ইউএই সময় বিকাল ৫ঃ ৫৭ মিনিটে কাজাখিস্তানের বাইকনুর কসমোড্রোম আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে তিন ক্রু সদস্যকে নিয়ে ‘স্যুজ এম এস ১৫’ রকেটে’র মাধ্যমে মহাকাশে যাত্রা শুরু করেন আরব আমিরাতের প্রথম নভোচারী হাজ্জা আল-মানসুরি (৩৪)। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন আমেরিকান নভোচারী জেসিকা এবং রাশিয়ান কমান্ডার ওলেগ স্ক্রিপোচকার।
আমিরাতের এই নভোচারী মহাকাশে যাত্রায় সাথে করে পবিত্র আল কোরআনের কপি নিয়ে মহাকাশ ভ্রমণ শুরু করেন। এছাড়াও পারিবারিক ছবি, খাঁটি সিল্কে বোনা সংযুক্ত আরব আমিরাতের পতাকা, ‘কিসাতি’ (আমার গল্প) নামক একটি গ্রন্থ, শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের ছবি এবং ‘আল গাফ’ গাছের বীজ সাথে নিয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতের প্রথম এই নভোচারী আগামী ৩ অক্টোবর সকাল ১১ঃ ৩৪ মিনিটে হাজ্জা কাজাকিস্তানে ফিরে আসার কথা রয়েছে।
আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং উপ-রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন রাশেদ আল-মাকতুম গত বছর ঘোষণা দিয়েছিলেন শীঘ্রই তারা মহাকাশে নভোচারী পাঠাবেন । হাজ্জা আল-মানসুরির মহাকাশে যাত্রার মাধ্যমে সে ঘোষণার বাস্তবায়ন হলো।
Discussion about this post