সোনম ও অনিল কাপুরের আগামী ছবি ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’র প্রথম পোস্টার মু্ক্তি পেল অভিনেতার ৬২ তম জন্মদিনেই। সোনম কাপুর অবশ্য আলাদা একটি পোস্টে প্রাণপ্রিয় বাবাকে উইশও করেছেন। ‘‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা-র প্রথম পোস্টার মুক্তির দিনটা কী ভালো। শুভ জন্মদিন বাবা। এই সিনেমাতেও বাবা-মেয়ের সম্পর্ককেই তুলে ধরা হবে।” — লেখেন সোনম। এই সিনেমাতেই প্রথম একসঙ্গে কাজ করছেন অনিল ও সোনম। সিনেমাতেও অনিল কাপুর সোনমের বাবার ভূমিকায় রয়েছেন। ডিসেম্বরের ২৭ তারিখ সিনেমার ট্রেলার মুক্তি পাবে।
আগেই জুনে মুক্তি পেয়েছিল সিনেমার টিজার। সেখানে অনিল কাপুরের অসাধারণ সিনেমা নাইন্টিন ফর্টি টু এ লাভ স্টোরি-র টাইটেল ট্র্যাক ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’র কয়েক কলি শোনা গিয়েছিল। নতুন সিনেমাতেও ওই গানটিকে অন্য ভাবে ব্যবহার করা হয়েছে।
আগেই অক্টোবরে সোনম বলেছিলেন, ‘‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা দেখুন। এটা আমার আর বাবার সেরা সিনেমা।” আপাতত সোনম কাজের জন্য দিল্লিতে রয়েছেন। বাবার জন্মদিনে তিনি ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’র সেট থেকে বিটিএস মুহূর্ত শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সিনেমাটির পরিচালক শেলী চোপড়া। সিনেমাটি ১ ফেব্রুয়ারি মুক্তি পাবে।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post