প্রথম বারের মত সংযুক্ত আরব আমিরাতের জাতীয় অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দল’এ স্থান পেয়েছে আমিরাতে বসবাসরত তাহসিন রহমান নামের এক বাংলাদেশি ক্রিকেটার। আগামী ২৯শে আগস্ট শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ক্রিকেট খেলতে ২৮ আগস্ট আবুধাবি থেকে যাত্রা করবেন। ১৭ বছর বয়সী এই অলরাউন্ডার ক্রিকেটারের আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে অংশগ্রহণের কথা রয়েছে।
দুবাই ব্রিটিশ কাউন্সিলে ও লেভেল পরিক্ষার্থী তাহসিন জানান শখ করে ক্রিকেটে আসলেও তা এখন পেশায় পরিণত হয়েছে এবং ক্রিকেট নিয়ে ভবিষতে বহুদূর যাওয়ার অভিমত ব্যক্ত করেন। তিনি আরও বলেন, শুধু অনুর্ধ্ব বিশ্বকাপ নয় টেস্ট সহ সব ধরনরের ক্রিকেট খেলতে চাই।
বাবা মায়ের একমাত্র সন্তান তাহসিন ঢাকায় ডেফডিল স্কুল থেকে ক্লাস ফাইভ শেষ করে আমিরাতে চলে আমিরাতে চলে আসেন। তার বাবা দুবাইতে একটি কোম্পানির জেনারেল ম্যনেজার হিসেবে কর্মরত। মা সোনিয়া নাসরিন পারভীন গৃহিনী, সন্তানের এই সফলতায় তিনি খুবই গর্বিত। তিনি জানান, তাহসিন প্রথম বারের মত বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আমিরাতের অনুর্ধ্ব ১৯ জাতীয় দল অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। যা প্রবাসে দেশের ভাবমুর্তি উজ্জল করবে। এই পর্যন্ত আসতে তাকে ঘরোয়া খেলাগুলোতে অসাধারণ পারফরমেন্স দেখাতে হয়েছে। সে যেন তার ক্যারিয়ারে বহুদুর এগিয়ে যেতে পারে, তাই আরব আমিরাতের বসবাসরত প্রবাসী বাংলাদেশী সহ দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।
এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে স্বাগতিক শ্রীলংকা ছাড়াও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত অংশ নেবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলংকা, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। এছাড়া ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গে পড়েছে আফগানিস্তান ও কুয়েত।