সংযুক্ত আরব আমিরাতে আল আনসারি এক্সচেঞ্জের গ্রীষ্মকালীন র্যাফেল ড্রতে গ্রাহক হয়ে ১০ লক্ষ দিরহাম জিতেছেন প্রবাসী বাংলাদেশি আবদুল্লাহ আল আরাফাত। মঙ্গলবার দুবাইয়ে মেট্রোপলিটন হোটেলে অনুষ্ঠিত ড্রতে প্রথম পুরস্কার হিসেবে তিনি এই নগদ অর্থ পান ।
সংযুক্ত আরব আমিরাতের আল আনসারী এক্সচেঞ্জের বার্ষিক প্রচার ও গ্রীষ্মকালীন অফার হিসেবে ইতিপূর্বে “আল আনসারী এক্সচেঞ্জ রিওয়ার্ডস সামার ২০১৯” ঘোষণা করে। নগদ অর্থ পুরষ্কারের পাশাপাশি গাড়ি ও স্বর্নমুদ্রা ঘোষনা দেয়া এই অফার চালু হয় চলতি বছরের ২৫ মে থেকে। গ্রীষ্মকালীন এই র্যাফেল গ্রান্ড ড্রতে ১ম পুরস্কার তিনি এই অর্থ জেতেন। যা বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৩০ লাখ টাকারও বেশি।
বিজয়ী প্রবাসী বাংলাদেশি আবদুল্লাহ আল আরাফাত’র গ্রামের বাড়ি ফেনী জেলার সোনাগাজী থানায়। বাবার নাম মোম্মদ মহসিন।
মাত্র ২৬১ দিরহাম পাঠিয়ে এক মিলিয়ন দিরহাম পুরস্কার হিসেবে পেয়েছে ন।আট জন চূড়ান্ত প্রার্থী, দুজন আমিরাতি, দুজন ফিলিপিনো, একজন ভারতীয়, একজন পাকিস্তানি, একজন ইন্দোনেশিয়ান এবং আরেকজন বাংলাদেশীকে পিছনে ফেলে তিনি অর্জন করেছেন গ্র্যান্ড প্রাইজটি। গ্রান্ড ড্রতে ভারত ও জর্ডানের দুজন প্রবাসী একটি করে নতুন (ব্রান্ড নিউ) বিএমডব্লিউ গাড়ি জিতেছেন।এছাড়া চূড়ান্ত প্রতিযোগীয় আসা অন্য আটজনকে প্রত্যেককে পুরস্কার হিসেবে দেয়া হয়েছে ১০ হাজার দিরহাম করে।
নয় বছর ধরে দুবাই বসবাসরত আবদুল্লাহ প্রথম বারের মতো বাবা হতে যাচ্ছেন। তার এ প্রাপ্তিতে সন্তানের ভাগ্য জড়িয়ে আছেন বলে তিনি আবেগাপ্লুত কণ্ঠে স্থানীয় খালিজ টাইম সংবাদ পত্রকে জানান। তিনি আরো বলেন আগামি মাসে তাদের প্রথম সন্তানের জন্ম নেয়ার কথা। তাই পুরস্কারের কিছু টাকা স্ত্রীর কাছে দেশে পাঠিয়ে দেবেন। এবং বাকী টাকা নিজের টেইলারিং ও মোবাইল ব্যবসার সম্প্রসারণে বিনিয়োগ করবেন।
Discussion about this post