মালয়েশিয়ায় এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ১৪ আগষ্ট বুধবার কুয়ালালামপুরের পান্তাই বারু, পান্তাই মেডিকেল সেন্টারের কাছে একটি নির্মাণ সাইটে কংক্রিটের স্তুপে চাপা পড়ে আইনাল হক (৪১) নামের এক বাংলাদেশি নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহত আইনালের বাড়ি কুমিল্লায়।
স্থানীয় ফায়ার অ্যান্ড রেসকিউ অপারেশনস (বিবিপি) কমান্ডার হামিদ বিন দাউদ জানিয়েছেন, দুপুর দেড়টায় দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পাঠানোর আগেই তিনি জরুরি ফোন পেয়েছিলেন।
বিবিপি পান্টাইয়ের প্রায় দশ জন ক্রু সদস্য এবং দুটি গাড়ি ৬ মিনিট পরে ঘটনাস্থলে এসে একটি স্টিলের গাদাতে আক্রান্ত এক নির্মাণ শ্রমিককে দেখতে পান। একটি ক্রেনে করে কংক্রিটের স্তুপে কাজ করার সময় ঘটনাটি ঘটেছিল। পরে বিবিপি পান্টাইয়ের দমকলকর্মীরা কংক্রিটের স্তূপ সরিয়ে আইনালের মরদেহ উদ্ধার করা হয়।
Discussion about this post