বকশীগঞ্জের ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে কেক কেটে নিজের জন্মদিন পালন করেছেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মেজবাহ উল হক তুহিন। বৃহস্পতিবার ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের এক পর্বে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন তিনি।
জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শোক র্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভার এক পর্বে একই স্কুলের সহকারী প্রধানশিক্ষক মেজবাহ উল হক তুহিন কেক কেটে তার নিজের জন্মদিন পালন করেন। এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ব্যাপারে সহকারী প্রধান শিক্ষক মেজবাহ উল হক তুহিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফরহাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি জানাজানির পর জন্মদিনের সকল অনুষ্ঠান পণ্ড করে দেয়া হয়েছে।
Discussion about this post