আগামীকাল রবিবার (১১ আগস্ট) আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আমিরাত জুড়ে ঈদগাহ ও মসজিদ সমূহে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা করেছে আমিরাত সরকার।
আমিরাতে বিভিন্ন দেশের মুসল্লিদের সাথে বাংলাদেশের প্রবাসী বাংলাদেশীরা ও ঈদের নামাজ আদায় করবেন। আমিরাতে আগামীকাল ঈদ জামাতের সময়সূচি :
আবুধাবি: ভোর ৬.১২ মিনিট
দুবাই : ভোর ৬:০৭ মিনিট
শারজাহ : ভোর ৬.০৬ মিনিট
আল আইন : ভোর ৬:০৬ মিনিট
আজমান : ভোর ৬.০৬ মিনিট
ফুজাইরাহ : ভোর ৬.০৪ মিনিট
উম্মে আল কুইন : ভোর ৬.০৬ মিনিট
রাস আল খাইমা : ভোর ৬.০৪ মিনিট
ঈদুল আজহা উপলক্ষে আমিরাতে ৪ দিন (১০-১৩ আগস্ট) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
Discussion about this post