ঈদ বাংলাদেশী মুসলিমদের কাছে খুশির বার্তা নিয় আসে, বিশেষ করে প্রবাসে বসবাসরত বাংলাদেশীদের কাছে বছরে ২ ঈদ অন্যরকম আনন্দ অনুভূতি জাগায়। তাই ঈদ এলে প্রবাসীর মন দেশে ফিরতে মরিয়া হয়।
সারা বছর লোকসান এর গল্প শোনায় ঠিকই, কিন্তু কোন সময় বাংলাদেশ বিমানের টিকেট সহজভাবে পাওয়া যায় না! বিশেষ করে বছরের সাধারণ সময়ে যাহোক ঈদের সময় দেশের বাসের মালিকদের মত বিমান ভাড়া ও দ্বিগুন বৃদ্ধি করা হয়! যার ফলে কম বেতনের প্রবাসী শ্রমিকরা ঈদ আনন্দ বঞ্চিত হচ্ছে বছরের পর বছর।
নিম্ন আয়ের প্রবাসী বাংলাদেশীরা ২ থেকে ৫ বছর পরে দেশে যায়, বিশেষ করে ঈদের সময় দেশে যেতে চায় মধ্যপ্রাচ্যে বসবাসরত বেশিরভাগ প্রবাসী! আর এই ঈদ আনন্দ উদযাপনে প্রধান বাঁধা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ অন্যান্য বিমান গুলো। বিশেষ করে বাংলাদেশ বিমান।
সারা বছর বিমান টিকেটের যে দাম থাকে ঈদ আসার আগেই বিমান কতৃপক্ষ টিকেট বিক্রি বন্ধ করে দেয়, ঈদের সময় বেশি দামে বিক্রি করার আশায়, যার ফলে কম বা নিম্ন আয়ের বেশির ভাগ প্রবাসী দেশে গিয়ে ঈদ করতে পারেন না! আবার অনেক প্রবাসী কয়েক বছরের কষ্টার্জিত টাকা টিকেটের জন্য খরচ করেন শুধু মাত্র স্বজনদের সাথে ঈদ করার আশায়।
সাধারণ প্রবাসীদের কাছে বিমানের টিকেট সোনার হরিণ! ঈদের ২/৩ মাস আগে থেকে বিমানের টিকেট অগ্রিম বুকিং সিস্টেম ব্লক করে রাখা হয়, সাধারণ প্রবাসীরা চাইলেও টিকেট বুকিং দিতে পারেন না! তাই ঈদের সময় দ্বিগুণ মুল্যে টিকেট কেটে অনেক প্রবাসী স্বজনদের সাথে ঈদ করতে দেশে যায়। এবারের ঈদেও এর ব্যাতিক্রম হয়নি। দুবাই থেকে ১৬শ দিরহামের টিকেট ২৫ শ থেকে ৩ হাজার দিরহাম বিক্রি হচ্ছে। কাতার থেকে একজন ভাই লিখেছেন ৩ হাজার ৬ শ দিরহামে বিমানের টিকেট কিনেছেন।
শুধু টিকেট নয়! অনেকে কষ্টে টিকেট সংগ্রহ করলেও নির্দিষ্ট সময়ে বিমান ফ্লাইট উড্ডয়ন করে না! ৩/৪ ঘন্টা দেরিতে বিমান ছাড়ে, যাত্রী হয়রানি সহ অনেক অভিযোগ বিমান বাংলাদেশ এর বিরুদ্ধে।
প্রবাসীদের কাছে বিমানের টিকেট কষ্টসাধ্য হলেও বিমান কর্মকর্তাদের কাছে বাসের ভাড়ার চাইতেও বিমানের টিকেট আরো সস্তা! কারণ বিমান কর্মকর্তারা নাম মাত্র দামে কখনো ১০% পরিশোধ করে আবার কখনো ১০০% ফ্রিতে বিমান ভ্রমণ করে থাকে!
নিজ দেশ বা স্বজনদের জন্য প্রবাসীদের ত্যাগ তুলনাহীন! অথচ প্রবাস জীবনের কোন শখই যেন কোননা কোন কারণে পূরণ হয় না! ঈদের সময় বিমানের এ অবস্থার পরিবর্তন না আনলে অনেক প্রবাসী আজীবন পরিবারের সাথে ঈদের আনন্দ উদযাপনে করার সুযোগ থেকে বঞ্চিত হবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষন করছি, মানবিক দিক বিবেচনায় ঈদের সময় বিমানের টিকেটের দাম সাধারণ প্রবাসীদের সাধ্যের মধ্যে রাখলে হয়তো অনেক প্রবাসী দেশে গিয়ে স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারবে