ছাত্রীকে বন্ধুর জন্মদিনে ডেকে নিয়ে ধর্ষণের ভিডিও করে রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ নেতা। শুধু তাই নয় সাবেক ওই ছাত্রলীগ নেতা ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ছাত্রীকে একাধিকবার বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করেন।
অবশেষে অতিষ্ট হয়ে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারের সদস্যদের জানান। এঘটনায় সাবেক ওই ছাত্রলীগ নেত সুদিপ্ত পালকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। পরে লক্ষীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরআগে ওই ছাত্রীর বাবা (পুরোহিত) বাদী হয়ে সদর থানায় ধর্ষণ মামলাটি দায়ের করেন।
জানা গেছে, সুদিপ্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের সদর উপজেলার সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সদস্য। থানা পুলিশ জানায়, সদরের ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ও তার পরিবার শহরের টাউন হল এলাকায় একটি টিনসেট ঘরে ২০১৬ সাল থেকে ভাড়া থাকতেন। ওই ঘরের মালিক প্রফেসর কমল ও তার ছেলে সুদিপ্ত। এ সুবাধে সুদিপ্তের সঙ্গে ওই ছাত্রীর সম্পর্ক গড়ে উঠে। বিভিন্ন সময় একসঙ্গে ঘুরাঘরিও করতো তারা।
২০১৭ সালে জানুয়ারি মাসের প্রথম দিকে শহরের মদিন উল্লাহ হাউজিংয়ের একটি বাসায় বন্ধুর জন্মদিনে ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করে সুদিপ্ত। এসময় ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। সবশেষ গত ৫ জুলাই ভয়ভীতি দেখিয়ে শহরের জোবেদা নামীয় একজনের বাসায় তাকে নিয়ে ধর্ষণ করা হয়। এভাবে বেশ কয়েকবার ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে সুদিপ্ত। এসব অনৈতিক কর্মকান্ডে অতিষ্ট হয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান ওই ছাত্রী।
পরে পরিবার থেকে কুমিল্লার একটি ছেলের সঙ্গে ওই ছাত্রীর বিয়ে ঠিক করা হয়। এ সংবাদ পেয়ে সুদিপ্ত মুঠোফোনে ওই ছেলেকে হুমকি দেয়। একই সঙ্গে ধর্ষণের আপত্তিকর ভিডিও তাকে সরবরাহ করে। এতে বিয়ে ভেঙে দেয় ছেলের পরিবার। বৃহস্পতিবার ছাত্রীর বাবা (পুরোহিত) থানায় সুদিপ্তের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
Discussion about this post