ঢাকা থেকে নড়াইলগামী হানিফ পরিবহনে ইকরামুল শেখ (৪৮) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে গাড়ির সিটে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ইকরামুল নড়াইল সদরের ছাগলছিড়া গ্রামের জব্বার শেখের ছেলে এবং ঢাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।
হানিফ পরিবহনের সুপারভাইজার সহ নড়াইল কাউন্টারের কর্মকর্তারা জানান, ইকরামুল শেখ অসুস্থ শরীর নিয়ে ঢাকার আব্দুল্লাহপুর থেকে নড়াইলের উদ্দেশে গাড়িতে উঠেন। পথেও তিনি অসুস্থবোধ করেন। তার পাশের যাত্রীসহ সুপারভাইজার মাঝে-মধ্যে তাকে দেখাশোনাও করেন।
এ পরিস্থিতিতে রাতের যে কোনো সময় তার মৃতু হয়েছে বলে ধারণা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। নড়াইল সদর থানার ওসি (তদন্ত) হরিদাস রায় জানান, ইকরামুলের মৃত্যুর জন্য তার পরিবার কাউকে দায়ী করেননি। পরিবার পুলিশকে জানিয়েছে, ইকরামুল ঢাকায় থাকাকালীন কয়েকদিন ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন। জ্বর কিছুটা কমলে বুধবার রাতে তিনি ঢাকা থেকে বাড়িতে (নড়াইল) আসার জন্য রওনা হন। পথিমধ্যে তার মৃত্যু হয়।
Discussion about this post