২য় বাংলাদেশি হিসেবে আরব আমিরাত সরকার ঘোষিত গোল্ডকার্ড পেয়েছেন আরব আমিরাতের টোকিও সেট গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মাহবুব আলম মানিক। আজ ১৮-০৭-২০১৯ দুবাই জাফিলিয়া ইমিগ্রেশন তাঁকে এবং তাঁর পুরো পরিবারকে গোল্ড কার্ড তথা আমিরাতের ১০ বছরের ভিসা প্রদান করে।
মাহবুব আলম মানিকের বাড়ি কুমিল্লার কোতায়ালি থানার ধনুয়াখলা গ্রামে। ১৯৯২ সালে সৌদি আরবে প্রবাস জীবন শুরু করলেও ২০০০ সালে আরব আমিরাতে ব্যাবসা শুরু করেন। অল্প সময়ের মধ্যে বাংলাদেশি কমিউনিটি সহ আরব আমিরাতের বাজারে টোকিওসেট গ্রুপ দিয়ে খ্যাতি অর্জন করেছেন তিনি। তিনি ২০১৬ এবং ২০১৭ সালে বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স এ্যাওয়ার্ড লাভ করেন।
তিনি বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সহ সভাপতির দায়িত্বে রয়েছেন। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই’র সভাপতি মাহতাবুর রহমান নাসির এ গোল্ডকার্ড পান।
Discussion about this post