মঙ্গলবার মিষ্টি পোস্ট দিয়ে নিজেদের প্রথম বিবাহবার্ষিকীর আনন্দ সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন বিরাট ও অনুষ্কা। বিরাট তাদের বিয়ের অ্যালবম থেকে চারটি আনকোরা ছবি প্রকাশ করেন যা দেখে ইন্টারনেট জগত মুগ্ধ হয়ে যায়।
বিরাট ও অনুষ্কা ইতালির টাস্কানিতে ডেস্টিনেশন ওয়েডিং সেরেছিলেন ২০১৭ সালে ১১ ডিসেম্বর। বিরাট টুইটে লেখেন, ‘‘বিশ্বাস হচ্ছে না যে একটা বছর পেরিয়ে গেল।”
বিরাটকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্কা লেখেন, ‘‘যখন তুমি বুঝতেই পারছো না সময় কোথা দিয়ে কেটে গেল, তার মানে তুমি স্বর্গে আছো। একজন ভালো মানুষকে বিয়ে করেছো।” ডিজাইনার সব্যসাচী অনুষ্কা ও বিরাটের বিয়ের পোশাক তৈরি করেছিলেন।
জোসেফ রাধিক ও তার দল বিরাটের এমন সুন্দর বিয়ের অ্যালবমের আসল কারিগর। ইতালিতে শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে বিরাট ও অনুষ্কার বিয়ে হয়েছিল।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post