বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডে দেয়া ২৪০ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়েছে ভারত। দলীয় ৫ রানের মধ্যে ফিরে গেছেন দলের দুই সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা ও বিরাট কোহলি। তৃতীয় ওভারে ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউ হয়ে কোহলি যখন ফিরে যান দলের রান তখন ৫। রিভিও নিয়েও বাঁচতে পারেননি ভারতীয় অধিনায়ক। আগের ওভারেই রোহিত শর্মাকে তুলে নিয়েছেন নিকোলাস হেনরি।
চতুর্থ ওভারের প্রথম বলে হেনির দ্বিতীয় আঘাত হানেন। এবার তার শিকার ওপেনার লোকেশ রাহুল। উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তনি। ভারতের রান তখনও ৫। ক্রিজের অপর প্রান্তে আছেন ঋষভ পান্ত।
মঙ্গলবার যেখানে থেমেছিল ম্যাচ সেখান থেকেই আবার শুরু হলো আজ। নিউজিল্যান্ডের ইনিংসে ৩ ওভার ৫ বল বাকি থাকতে আগের দিন থেমেছিল খেলা। তাদের সংগ্রহ ছিলো ৫ উইকেটে ২১১ রান। বুধবার খেলা শুরুর পর ২ উইকেট হারিয়ে ২৮ রান তুলেছে কেন উইলিয়ামসনের দল। ফলে তাদের সংগ্রহ দাড়িয়েছে ৮ উইকেটে ২৩৯ রান। ভারতকে জয়ের জন্য করতে হবে ২৪০।
Discussion about this post