মোহাম্মদ এনামুল হক : সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির মদীনা যায়েদ শপিং সেন্টারে চলছে ’লুলু রিডার্স ওয়ার্ল্ড বুক ফেয়ার’ । ’সামার সিজন’ উপলক্ষে আয়োজিত এই ’বুক ফেয়ার’ শুরু হয়েছে গত ১৩ জুন এবং শেষ হবে আগামী ৬ জুলাই।
বুক ফেয়ারে আরবী, মালয়ালম ভাষার বই থাকলেও ইংরেজী ভাষার বই-ই বেশি দেখা যায় । ইংরেজী ভাষার প্রায় ৩০০০ হাজার বই ’বুক ফেয়ারে’ স্থান পেয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের বড়বড় প্রকাশনা সংস্থা ও বিখ্যাত লেখকদের বই ’বুক ফেয়ারে’র মানকে করেছে খুবই সমৃদ্ধ। গল্প, প্রবন্ধ, কবিতা, সায়েন্স ফিকশান, ইতিহাস, রম্য ও ভূগোলসহ বিভিন্ন বিষয়ের ওপর লেখা বই ও আকর্ষণীয় প্রচ্ছদ ‘বইমেলা’র স্টলকে করেছে সুশোভিত। ’বুক ফেয়ারে’ ছোটদের বইও শোভা পাচ্ছে প্রচুর।
মেলায় আগত দর্শক ও পাঠক সংখ্যাও উল্লেখ করার মতো। মেলা ঘুরে দেখা যায়, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ বুক ফেয়ারে এসেছেন। তাদের কেউ কেউ বই পড়ছেন, কেউ বই কিনে নিচ্ছেন। আবার কেউ কেউ বইয়ের চোখ জুড়ানো প্রচ্ছদগুলোর ওপর চোখ বুলিয়ে নিচ্ছেন।
বুক ফেয়ারের আয়োজক ’লুলু রিডার্স ওয়ার্ল্ড’ সংযুক্ত আরব আমিরাতসহ পৃথিবীর বিভিন্ন শপিং মলে বছরে কয়েকবার এই বুক ফেয়ারের আয়োজন করে থাকে।