আজ ১ জুলাই সোমবার কবি ও সাহিত্যিক জাকির আবু জাফরের জন্মদিন । আধুনিক বাংলা সাহিত্যের শক্তিমান কবিদের একজন কবি জাকির আবু জাফর। টেলিভিশনে চমৎকার উপস্থাপনা ও আবৃত্তির জন্যও দারুন জনপ্রিয় এই কবি। কবিতা ছাড়াও তিনি একাধারে প্রবন্ধ, ছড়া, কথাসাহিত্য ও গান লেখার ক্ষেত্রে তাঁর উচ্চকিত মেধার স্বাক্ষর রেখে চলেছেন। কবিতা ও কথাসাহিত্য সব মিলিয়ে প্রায় ৪৫টির মতো গ্রন্থের রচয়িতা তিনি। এখনও লিখে যাচ্ছেন। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বহু পুরস্কার ও সন্মাননা।
১৯৭১ সালের পহেলা জুলাই ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণ পূর্ব চর চান্দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন জাকির আবু জাফর। তাঁর পিতার নাম মুহাম্মদ ওবায়দুল হক ও মাতার নাম সালেহা খাতুন।
প্রাথমিক, মাধ্যমকি ও উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রামে শেষ করে , ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিএ অনার্স ও এমএসএস সম্পন্ন করেন। বর্তমানে দেশের প্রথম সারির জাতীয় দৈনিক নয়াদিগন্তের সাহিত্য সম্পাদক হিসেবে কর্মরত।
কিশোরকাল থেকে সাহিত্য অঙ্গনে কাজ করছেন এই কবি ও কথাসাহিত্যিক। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪৫টি। আন্তর্জাতিক বাঙ্গালি সাহিত্য সম্মেলনের সর্বোচ্চ সম্মাননা ‘বাংলা সাহিত্য স্বর্ণ পদক-১৪২৫’ সহ সুপরিচিত এই কবি পেয়েছেন বহু পুরস্কার ও সন্মাননা পদক।
Discussion about this post