জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভি’র ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৫ জুলাই এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এতে গান পরিবেশন করবেন সময়ের সেরা তারকা শিল্পী ইমরান, ঝিলিক , শেফালী ও আরব আমিরাতে বসবাসরত প্রবাসী শিল্পীরা। অনুষ্ঠানটি দুবাই’র ৫ তারকা হোটেল ক্রাউন প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ আয়োজনকে সফল ও সুন্দর করতে এনটিভি দর্শক ফোরাম আরব আমিরাত’র প্রস্ততি সভা শারজাহ হুদায়বিয়া রেস্টুরেন্টের হলরুমে সম্পন্ন হয়েছে। এতে অনুষ্ঠানকে সফল ও সুন্দর করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং একটি পুর্নাঙ্গ কমিটি উপহার দিতে এক সপ্তাহের জন্য আহবায়ক কমিটি গঠন করা হয়।
কাজী গুলশান আরাকে আহবায়ক ও জর্জ খান, মাজহার উল্লা মিয়া, শাহিনুর শাহীন, করিমুল হক, আবুল বাশারকে যুগ্ন আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সদস্যরা হলেন, জাহাংগীর আলম রুপু, ইমাম হোসেন পারভেজ, শামছুন নাহার স্বপ্না, এস এম মোদ্দাসের শাহ, জাভেদ আহমেদ মাছুম, আব্দুল্লাহ শাহীন, মুহাম্মাদ ইছমাইল।
আহবায়ক কমিটির সদস্যরা ছাড়া ও আমিরাতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
Discussion about this post