মিশরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি আর নেই। গতকাল সোমবার (১৭-০৬-২০১৯) মামলায় হাজিরা দিতে আদালতে আনা হলে সেখানে তার মৃত্যু হয়।
মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মাদ মুরসিকে ২০১৩ সালে ক্ষমতাচ্যুৎ করেন তৎকালীন সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-সিসি। এরপর থেকেই তাকে কারাগারে বন্দি করে রাখা হয়। শুধু মুরসি নয়, তার দল মুসলিম ব্রাদারহুডের নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় অত্যাচার-নির্যাতন চালাচ্ছে সিসি সরকার। দলটির অনেক নেতাকর্মীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বন্দি করে রাখা হয়েছে হাজার হাজার নেতাকর্মীকে।
দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেলের বরাত দিয়ে আল জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তার মৃত্যুর খবর দিয়েছে। আলজাজিরা বলছে, আদালতে বিচারকের প্রশ্নের মুখে বিপর্যস্ত হয়ে মোহাম্মাদ মুরসি জ্ঞান হারিয়ে ফেলেন। এর অল্প সময়ের মধ্যেই তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
Discussion about this post