এখন বাজে রাত সারে দশটা। এইমাত্র এসে বসলাম ল্যাপটপের সামনে। নিউজফিডে প্রথমেই ভেসে উঠলো মুহাম্মদ মুরসির মৃত্যুসংবাদ। প্রিয় লেখক খলিল আল সমেদি বলছেন, আদালতে বিচারকার্য চলাকালীন সময়েই মুরসি মৃত্যুর কোলে ঢলে পড়েন। না, এর বেশি তথ্যের আমার প্রয়োজন নেই। মুরসি নেই—এই যথেষ্ট। মুরসিকে নিয়ে আগে অনেক লিখেছি। কদিন আগে একটি লেখার শুরুতে বলেছিলাম, মুরসির কথা এখন আর আমাদের মনে পড়ে না।
আহ, মুরসি! কোন শব্দে আমি বেদনা প্রকাশ করবো বুঝতে পারছি না। কোনো শব্দই খুঁজে পাচ্ছি না। আমি সত্যি ব্যথিত। মর্মাহত। শোক-প্লাবিত।
প্রিয় গাজা, প্রিয় গাজাবাসী, তোমাদের বন্ধু চলে গেছেন! হামাস, কেমন বন্ধু হারিয়েছো বেশ জানো! কিন্তু এটা কি জানো যে মৃত্যুর আগে তিনি তোমাদের সাথে সম্পর্ক রাখার অভিযোগ নিয়ে কথা বলতে বলতে শেষ পর্যন্ত চিরশান্ত হয়ে গেছেন! আহ!! তোমাদের শুধু কাঁদলে হবে না—জ্বলেও উঠতে হবে!
সউদি রাজকারাগারে নিপীড়িত হকের পতাকার বাহকেরা, তোমাদের প্রিয় মুরসি একটু আগে জান্নাতের পথে রওনা হয়ে গেছেন! ইয়েমেনের ক্ষুধার্ত মানবতা, তোমার বন্ধু আর নেই!
প্রিয় এরদোগান, আপনার ‘বৈধ প্রেসিডেন্ট’ চলে গেছেন! তিউনিস, মরক্কো, ইরাক, পাকিস্তান, বাংলাদেশ, তোমাদের একজন ভালো বন্ধু কাঁদতে কাঁদতে চলে গেলেন!
হে ইসরাঈল, হাসো! উল্লাস করো! আমেরিকা, তুমি কী করবে? তোমার সিসিকে গোপনে অভিনন্দন জানাবে? ইহুদির দালালেরা, তোমাদের মিষ্টির দোকাগুলো শূন্য করে ফেলো!
মুরসি তনয়া, কান্না বন্ধ করো! অসহনীয়! ব্রাদাহুড কাফেলা, কে কোথায় আছো জানি না, এমন বন্ধু আর কোথায় পাবে? বান্নার পরে?
সিসি, আরেক টুকরো হাসি হাসতে—করো আবার প্লাস্টিক সার্জারি! আর হে পুতুল আদালত, ভুলে যেয়ো না—জুলুম মানে জুলমাত! ন্যায়বিচারের আসনে বসে অন্যায়-অবিচার আর কতো?!
তুমি হে তাহরির স্কয়ার, কেনো এতো জলদি মরে গেলে? রাবেয়া স্কয়ারের শোকে? জালিমের কবল থেকে মুক্তি পেতে হলে জানো না—পাড়ি দিতে হয় হাজার রাবেয়া?!?
জিবরিল, আর বুঝি তারাবি হবে না? কিংবা আপনার মুনাজাত? কদরের রাতে? আপনি কি কাঁদছেন? কী আর হবে কেঁদে! কাঁদলে কাঁদুন, মানবতার লাজ রক্ষায় একটু চোখের পানি ছাড়া এই মিসরে আর কী আছে!
কারজাভি, আপনি তো কবিও! শোক-মর্সিয়া লিখতে বসেছেন কি? লিখতে হবে! এমন বন্ধু বান্নার পরে আর পেয়েছেন?
সালমান, ইবনে সালমান, তোমাদের জন্যে শব্দ ব্যবহার করতে ঘৃণাবোধ হচ্ছে!
মিসরের গোলাম জনতা, গোলামী কি তোমাদের ললাট-লিখন?!!
বিদায় প্রিয় নেতা দেখা হবে জান্নাতে। বিদায় হে রাহবার!! প্রেরণার উৎস আপনি। আপনার লক্ষ্য ও উদ্দেশ্য এখন লাখো কোটি তরুণের আদর্শ। আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।
আমিন।।
Discussion about this post