মুহাম্মদ শাহ জাহান, ইউ এ ই : গত ১৪ই জুন জুমাবার শারজাহ হুদাইবিয়া রেস্টুরেন্টে সীমান্ত উপজেলা টেকনাফ’র ইউএই প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সামাজিক সংগঠন ‘টেকনাফ সমিতি-ইউএই’র মতবিনিময় সভা ও ঈদ পূণর্মিলনী’১৯ বর্ণাঢ্য আয়োজনে জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ জাহানের উপস্থাপনায় অনুষ্ঠিত মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কন্স্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের ভাইস কন্সাল জেনারেল মুজাফফর হোসাইন,
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতি ইউএই’এ সভাপতি আয়ুব আলী বাবুল, বিশেষ অতিথি চট্টগ্রাম সমিতি সাধারণ সম্পাদক ইসমাঈল গণি চৌধুরী, বাংলাদেশ সমিতির শারজাহ সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ মকসুদ, চট্টগ্রাম সমিতি ইউএই যুগ্ন সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ আলী,বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সিনিয়র সহ সভাপতি সিরাজুল হক,বাংলাদেশ বিসনেস কাউন্সিল ইউএই এক্সিকিউটভ মেম্বার জাকের হোসাইন, কুমিল্লা সমিতি’র সাধারণ সম্পাদক, ,আব্দুস সালাম বাচ্চু, কক্সবাজার সমিতি’র সভাপতি ফাহাদ আলী ফাহাদ,ওয়েলকাম গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর বদরুল হাসান মিল্কি, কক্সবাজার নিউজ ৭১’র নির্বাহী সম্পাদক মাওলানা তাহের নঈম প্রমুখ।
প্রধান অতিথি মুজাফফর হোসাইন প্রবাসে টেকনাফ বাসির যে কোন সমস্যায় সার্বিক সহযোগীতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন, প্রবাসে শিশু সাহিত্য ও দেশীয় সংস্কৃতি চর্চা এবং প্রবাসে দেশের সুনাম বৃদ্ধি করতে টেকনাফ সমিতি আরো অগ্রনী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন , প্রধান বক্তা আয়ুব আলী বাবুল বলেন- চট্টগ্রাম সমিতি ও টেকনাফ সমিতি আগামীর পথ চলায় সেতু বন্ধন হিসেবে সামগ্রিক ভাবে এক সাথে কাজ করে যাবে আর আজকের এ বন্ধন সামনের দিন গুলোতে অটুট থাকবে ।
হাফেজ কামাল হোছাইনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনে আরো বক্তব্য রাখেন টেকনাফ সমিতি’র সহ সভাপতি আলী হোছাইন, অর্থ সম্পাদক এডভোকেট মুহাম্মদ ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক রাশেদ উল্লাহ, নির্বাহী সদস্য ছৈয়দ আকবর,জাফর আমির, মাওলানা নুর হোছাইন, উখিয়া সমিতির ইঞ্জিনিয়ার আরিফ সিকদার বাপ্পি, কক্সবাজার সমিতির সাধারণ সম্পাদক তপন, মারিশ বুনিয়া সমিতির নুরুল মোস্তফা সহ কক্সবাজার জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও শিশু-কিশোরদের আবৃতি, সদস্যদের বিভিন্ন সংগীত ও পুরষ্কার বিতরনী অনুষ্টান শেষে রাত্রি ভোজের মাধ্যমে মিলন মেলা সম্পন্ন হয়।
Discussion about this post