আর কিছুদিন পরেই বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক আসর ‘অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ এর ৯১তম অনুষ্ঠিত হতে যাচ্ছে।আসন্ন এই আসরে এবার ভারত থেকে ‘সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র’ ক্যাটাগরির জন্যে মনোনীত হয়েছিল রিমা দাস পরিচালিত আসামের সিনেমা ‘ভিলেজ রকস্টার্স’। তবে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ে গেলো ছবিটি।
অস্কার ওয়েবসাইটে গতকাল ১৭ডিসেম্বর (সোমবার) ঘোষণা করা হয় ফরেন ল্যাঙ্গুয়েজ বিভাগের জন্য মনোনীত চূড়ান্ত নয়টি সিনেমার নাম। যে নয়টি সিনেমা পরের রাউন্ডে পৌঁছেছে, তার ভেতরে নেই ‘ভিলেজ রকস্টার’ এর নাম।
‘ভিলেজ রকস্টার’ ছাড়াও বাতিল হয়েছে ইরাম হকের নরওয়েইন ড্রামা ‘হোয়াট উইল পিপল সে’ ছবিটি। এই ছবিতে কাজ করেছেন ভারতীয় কয়েকজন অভিনেতা। এছাড়াও মোট ৮৭টি সিনেমা এই বিভাগে মনোনীত হয়েছিল। এগুলোর মধ্যে রয়েছে- বার্ডস অফ প্যাসেজ (কলম্বিয়া), দ্য গিলটি (ডেনমার্ক), নেভার লুক অ্যাওয়ে (জার্মানি), শপলিফ্টার্স (জাপান), আয়কা (কাজাকাস্তান), কেপারনাউম (লেবানন), রোমা (মেক্সিকো), কোল্ড ওয়ার (পোল্যান্ড) এবং বার্নিং (দক্ষিণ কোরিয়া)।২০১৯ এর ২২জানুয়ারি ঘোষণা করা হবে ৯১তম অস্কার আসরের সকল নমিনেশন। আর ঠিক তার এক মাস পর আগামী ২৪ ফেব্রুয়ারি আসর বসবে বহুল প্রতীক্ষিত অস্কারের।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post