আগামী ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজের ফেভারিট দলের নাম জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।
আসন্ন বিশ্বকাপ আসরে বাংলাদেশ দলকে ফেভারিট হিসেবে দেখছেন ওয়াসিম আকরাম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার দৃষ্টিতে এবারের আসরে অন্য দলগুলোর মতো বাংলাদেশ ক্রিকেট দলও ফেবারিট।’
বাংলাদেশ দলের ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডারের নিয়ে ওয়াসিম বলেন, ‘তাদের ব্যাটিং বোলিং মিলে দলটা বেশ ভারসাম্যপূর্ণ। এছাড়াও বেশ কয়েকজন অলরাউন্ডার আছে তাদের দলে, যারা বড় ভূমিকা রাখতে পারে এবারের বিশ্বকাপে।’
তিনি আরো বলেন, ‘সত্যি বলতে কি বাংলাদেশের ক্রিকেটের নিয়মিত খোঁজ খবর রাখি। তবে সম্প্রতি ত্রিদেশীয় সিরিজের খেলা দেখা হয়নি। কিন্তু তোমরা জিতছো বলেই আত্মবিশ্বাসী তোমাদের দল।’ বাংলাদেশ বিশ্বকাপে ভালো করবে জানিয়ে তিনি বলেন, ‘এছাড়াও বাংলাদেশ দলের নেতৃত্ব যে আছে সে অসাধারণ। আমার বিশ্বাস বাংলাদেশ দারুণ কিছু করবে।’
Discussion about this post