স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত রিহ্যাব ক্ষুদে আঁকিয়ে সিরিজের চতুর্থ প্রতিযোগীতা ২৯ মার্চ শুক্রবার শারজাহ হুদায়বিয়া রেষ্টরেন্ট হলরুমে অনুষ্ঠিত হয়েছে , এতে দুবাই, শারজাহ ও আজমানের ক্ষুদে শিল্পিরা অংশ গ্রহন করে।
স্বাধীনতার মাসে প্রবাসের মাটিতে মহান স্বাধীনতার ইতিহাস তুলে ধরতেই রিহ্যাবের এ আয়োজন। এ সময় অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়া গ্যালারী’র পরিচালক জর্জ খান, নওশের আলী ও আলী আহসান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মো: নাজমুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিয়ার সহিদুল ইসলাম সহ আরও অনেকে।
প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের মধ্যে শারজাহ থেকে “ক” গ্রুপের বিজয়ী হয়েছে, ১ম সারা খোরশেদ আলম, ২য় আদীব ও ৩য় ইয়ামিন আহাম্মেদ।“খ” গ্রুপের বিজয়ী হয়েছে, ১ম মৌমিতা, ২য় লাইবা ও ৩য় হয়েছে আনফাল।
দুবাই থেকে “ক” গ্রুপের বিজয়ী হয়েছে ১ম নাজিব মাহফুজ, ২য় ফাইরুজ নুর জাহারা ও ৩য় শেখ আরফ রহমান। খ গ্রুপের বিজয়ী হয়েছে, ১ম নুজহাত মাহদিয়াত, ২য় তাসবিন হাসান ও ৩য় মালিহা তাবাচ্ছুম।
আজমান থেকে ”ক” গ্রুপের বিজয়ী হয়েছে, প্রথম আরিস, দ্বিতীয় ইজান ও তৃতীয় আরফাত। ” খ” গ্রুপের বিজয়ী হয়েছে, প্রথম ফারিয়া মোহাম্মদ।
আমিরাতের সকল প্রদেশ থেকে সব গ্রুপের তিনজন করে বিজয়ীরা যাবে ৫ এপ্রিল শারজায় এক্সপো সেন্টারে আয়োজিত গ্রান্ড ফাইনালে।
অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রদেশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় আইডিয়া গ্যালারী।
Discussion about this post