মোনাজ্জিম মানে হচ্ছে যিনি হজ কাফেলা পরিচালনা করেন। বাংলাদেশের একমাত্র নারী মোনাজ্জিম হিসেবে দীর্ঘদিন ধরে সৌদি আরবে হজ কাফেলা পরিচালনা করে আসছেন আয়েশা চৌধুরী। বাংলাদেশের একমাত্র নারী মোনাজ্জিম ওমরাহ হজ যাত্রী নিয়ে বর্তমানে সৌদি আরবের মদিনা মনোয়ারায় অবস্থান করছেন। নারী মুনাজ্জিম হিসেবে হজ কাফেলা পরিচালনা করায় দেশ-বিদেশে সবারই কাছে পরিচিত এই আয়েশা চৌধুরী। ২০০৫ থেকে চলতি বছর পর্যন্ত তিনি সৌদিআরবের মক্কা ও মদিনায় ওমরাহ এবং হজ পালন করতে যাওয়া আল্লাহর মেহমানদের সুনামের সাথে সেবা দিয়ে যাচ্ছেন।
২০১৬ সালে ‘হজ উইথ আয়েশা’ নামে হজ এজেন্সির লাইসেন্স শুরু করেন। ব্রাক্ষণবাড়িয়া জেলার সদর থানার চিনাইর গ্রামের এস বি চৌধুরীর মেয়ে আয়েশা চৌধুরী । তিন ভাই এক বোনের মধ্যে তিনি তৃতীয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় অনার্স মাস্টার্স সম্পন্ন করা আয়েশা চৌধুরী জানান, ব্যবসার পাশাপাশি আল্লাহর ঘরের মেহমান হিসেবে হাজিদের সেবাটাই আমার কাছে সর্বোচ্চ বড় বলে মনে করি।