সংযুক্ত আরব আমিরাতে উৎসবমুখর পরিবেশে স্মরণকালের বৃহৎ অভিষেক অনুষ্ঠিত। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে প্রবাসী সংবাদকর্মীদের পেশাজীবী সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউ এ ই’র নতুন কমিটির যাত্রা শুরু হয়েছে।
১৮ জানুয়ারি শুক্রবার রাত ৮টায় দুবাই পার্ল সিটি হোটেল হল রুমে সাধারণ সম্পাদক মোরশেদ আলম ও বিশিষ্ট উপস্থাপক নাজমুল হকের যৌথ পরিচালনায় দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠান শুরু হয়।
সহ-সাধারণ সম্পাদক মোদাচ্ছের শাহ’র কন্ঠে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অভিষক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুহাম্মদ আব্দুল হামিদের বাণী পাঠ করে শুনান, আইন বিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম ও তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এম পি’র বাণী পাঠ করে শুনান তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ ইছমাইল। শুভেচ্ছা বক্তব্য রাখেন, যুগ্ন সম্পাদক কামরুল হাসান জনি।
বাংলাদেশ প্রেসক্লাব ইউ এ ই সভাপতি শিবলী আল সাদিকের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাবের নব নির্বাচিত সহ সভাপতি, বাংলাদেশের খবর পত্রিকার সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি দৈনিক পূর্বকোণ পত্রিকার বার্তা সম্পাদক কলিম সরওয়ার। বিষেশ অতিথি ছিলেন, দুবাই বাংলাদেশ কনস্যুলেটের দূতালয় প্রধান প্রবাস লামারাং।
প্রধান অতিথি আজিজুল ইসলাম ভূঁইয়া তার বক্তব্যে বলেন, আজকের এই আয়োজনে যা দেখলাম তাতে আমার মনে হচ্ছে বাংলাদেশ প্রেসক্লাব ইউ এ ই বিদেশের মাটিতে নতুন এক অধ্যায়ের সূচনা করলো। জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন আমরা আপনাদের সাথে আছি। দেশের সার্বিক উন্নয়নে প্রেসক্লাবের অগ্রণী ভূমিকা পালনের আহবান জানিয়ে তিনি দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে সাংবাদিকদেরকে কাজ করার পরামর্শ দেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নিজস্বতা প্রকাশেরও আহবান জানান।
প্রধান আলোচক কলিম সরওয়ার তার বক্তব্যে বলেন, ১০/১২ বছর পূর্বে দেশের সাংবাদিকতায় অনেক প্রতিবন্ধকতা ছিল যা আজ নেই। বাংলাদেশের গণমাধ্যম এখন স্বাধীন। স্বাধীন গণমাধ্যমের ক্ষেত্রে বিশ্বে অন্যতম দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশ। আজ দেশের সাংবাদিকরা সরকারের ত্রুটিবিচ্যুতি নিয়ে সরাসরি সমালোচনাকরতে পারে। অসঙ্গতি চোখে পড়লেই কোনরকম ভয় ভীতি ছাড়াই প্রকাশ করে। সাংবাদিকতার এমন একটি সোনালি সময়ে আরব আমিরাতে প্রেসক্লাবের যাত্রা শুরু হয়েছে। এই যাত্রায় দেশ ও প্রবাসের সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
বিশেষ অতিথি প্রবাস লামারাং তার বক্তব্যে বলেন, – সকল প্রবাসী সাংবাদিক একত্রিত হয়ে কাজ করছেন দেখে আনন্দিত। প্রেসক্লাবের বাহিরে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরকেও প্রেসক্লাবের সাথে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে কাজ করবে প্রেসক্লাব। আপনারা একেকজন এম্বাসেডর হিসেবে ভূমিকা রাখবেন।
নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান, জাতীয় প্রেসক্লাবের নব নির্বাচিত সহ সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া। সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলামের সম্পাদনায় ও যুগ্ন সম্পাদক কামরুল হাসান জনির সহ সম্পাদনায় অভিষেক ম্যাগাজিন “প্রদীপ্তি”র মোড়ক উন্মোচন করেন, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি, দৈনিক পূর্বকোণ পত্রিকার বার্তা সম্পাদক কলিম সরওয়ার।
আইন বিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, ক্লোজআপ তারকা শেফালি সারগাম ও রানা খান। এ ছাড়া আমিরাত প্রবাসী সাংস্কৃতিক কর্মীদের নিজস্ব পরিবেশনা ছিল চোখে পরার মত।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাব ইউ এ ই’র সদস্য সাংবাদিকরা ছাড়াও আমিরাতের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিত্ব, শিক্ষক, বিভিন্ন সাংস্কৃতিক ও সামজিক সংগঠনের নেতা সহ প্রায় ৩০০জন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নৈশভোজ আয়োজন করা হয়।
Discussion about this post