সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ বিজনেস ফোরাম (বিবিএফ) এর ২০১৯ কার্য সময়ের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার শারজাহ আল হুদাইবিয়া রেস্তোরাঁয় এ কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের ৭৬ জন সদস্যের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জামিলুল কাইয়ূম জামিল। এ সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোশাররফ হোসেন রুবেল। এ ছাড়া সহকারী নির্বাচন কমিশনার ছিলেন আলা উদ্দিন। ২০১৭ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশিদের এ সংগঠন আরব আমিরাত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে রেজিস্ট্রেশনের প্রস্তুতি নিচ্ছে বলেও নেতারা জানান।
বাংলাদেশি ব্যবসায়ীদের এ সংগঠনে পরপর দু’বার সভাপতি, সম্পাদক নির্বাচিত হতে পারেন না। নির্বাচন কমিশন যোগ্য দেখে ৩/৪ জন প্রতিনিধিকে সভাপতি এবং সাধারণ সম্পাদকের মনোনয়ন দিয়ে থাকেন। পরবর্তীতে সকল প্রত্যক্ষ ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভাপতি আর সাধারণ সম্পাদক পরে সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
Discussion about this post