ফেনীর আদালতে মামলার জট কমাতে যথাযথ অর্পিত দাায়িত্ব পালনের আহবান জানিয়েছেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। গতকাল বুধবার তিনি সরকারি কৌসুলি পিপি, জিপি, এপিপি ও এজিপিদের সাথে মতবিনিময় করেন। পৌরসভার কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় পিপি ও আইনজীবী সমিতির সভাপতি হাফেজ আহম্মদের সভাপতিত্বে অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুর রহমান বি.কম। সভায় অন্যদের মধ্যে জিপি প্রিয়রঞ্জন দত্ত, এজিপি আনোয়ারুল ফারুক, এপিপি সৈয়দ আবুল হোসেন, ফরিদ আহম্মদ হাজারী প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় নিজাম উদ্দিন হাজারী এমপি বলেন, ফেনীর আদালতে মামলার জট বাড়ছে। তা কমাতে সরকারি কৌশলীদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। এসব মামলা নিষ্পত্তি করতে আদালতের বিচার কাজকে সহযোগিতা করতে অর্পিত দায়িত্ব পালন করুন।
Discussion about this post