বাংলাদেশকে সৃজনশীল ও উর্বর সংগীতাঙ্গন উপহার দেওয়ার লক্ষ্যে ‘শিশুদের মনন বিকাশে, গান এবং ফান’ এই স্লোগানে গানের উৎসব নির্ভর রিয়েলিটি শো “এসিআই এক্সট্রা ফান কেক-চ্যানেল আই-গানের রাজা পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস” এর ৭ বিভাগের বাছাইপর্ব শেষ হয়েছে। প্রতিযোগী শিশুদের বয়স ৬-১৩ বছর পর্যন্ত।
৭ বিভাগ থেকে সেরা ৫০ জন গানের রাজা নিয়ে আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে মেগা অডিশনের শুটিং। মেগা অডিশন থেকে চমৎকার নানান পর্যায়ের গ্রুমি এবং তালিমের প্রক্রিয়ায় ৪০টি পর্বের পর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে বাংলাদেশের সংগীতাঙ্গন পাবে যোগ্য ‘শিশু গানের রাজা’।
অনুষ্ঠানটি আগামী ১০ ডিসেম্বর থেকে প্রতি সোম ও শুক্রবার রাত ৭.৫০ মিনিটে সম্প্রচারিত হবে শুধুমাত্র চ্যানেল আই এর পর্দায়। চ্যানেল আইতে সম্প্রচারের পর প্রতিটি পর্ব চ্যানেল আইয়ের ভেরিফাইড ইউটিউভ চ্যানেল, চ্যানেল আই টিভিতে আপলোড করা হবে। শিশুদের সাথে সার্বক্ষণিক কোমলমতি আচরণ ও দিকনির্দেশনার মাধ্যমে অনুষ্ঠানের প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন ইমরান এবং কোনাল।এ প্রসঙ্গে ইমরান বলেন, গান হবে, ফান হবে। কোন রকম চাপ ছাড়াই মজা করে কাজটি শেষ করতে চাই। আশা করবো এই প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য শিল্পী বের করে আনতে সক্ষম হবো।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post