বুধবার সন্ধ্যায় রণবীর সিং ও দীপিকা পাডুকোনের মুম্বাই রিসেপশন অনুষ্ঠিত হল এবং তাঁদের সাজের একঝলক দেখার জন্য আমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলাম। আর তাঁরা রিসেপশনের প্রথম ছবি শেয়ার করার পর আমরা সকলেই অভিভূত হয়ে যাই। নবদম্পতি নিজেদের বিয়ের রিসেপশনের ছবি নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন-একটা ছবিতে তাঁদের কাছ থেকে দেখা যাচ্ছে এবং অপর ছবিতে তাঁদের দুর্দান্ত পোশাকের খুঁটিনাটি ফুটে উঠেছে। আজ রিসেপশন পার্টির জন্য নবদম্পতি আবু জানি-সন্দীপ খোসলার ডিজাইন করা পোশাক বেছে নেন। দীপিকা সুন্দর একটা কেপ শাড়ি পরেছিলেন আর রণবীর একটা শেরওয়ানি পরেছিলেন। রণবীরের জুতো জোড়াও ছিল দেখার মতো। মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াতে প্রবেশ মাত্রই রণবীর ও দীপিকা ক্যামেরার সামনে পোজ দিতে কিছুক্ষণ দাঁড়ান। দেখে নিন আজ সন্ধ্যার সাজে রণবীর ও দীপিকাকে কেমন দেখাচ্ছিলঃ
দীপিকার সাজের দিকে নজর দিলে দেখা যাবে তিনি টিপিক্যাল নব বধুর সাজের ছক ভেঙ্গে বেরনোর চেষ্টা করেছেন। তিনি ন্যুড মেক আপ করে সিঁদুর এবং চুড়া পরেছিলেন। সাবু স্টুডিয়োর এজেএসকের গয়নায় সেজেছিলেন দীপিকা। ওই লেবেলের সঙ্গে আবু জানি-সন্দীপ খোসলার কোলাবোরেশন রয়েছে।
অনুষ্ঠানে বার বার সংবাদ মাধ্যমের সামনে পোজ দিতে দাঁড়িয়ে ছিলেন দীপবীর। আর পাপারাৎজিরা সে সময়ে দীপিকাকে ‘ভাবিজি’ বলেই ডাকছিলেন। আর তখন হাসির ফোয়ারা ছুটছিল দীপিকা আর রণবীর দু’জনেরই মুখে।মুম্বই রিসেপশনে রণবীর আর দীপিকা যেন সুফিয়ানার আমেজ তৈরি করেছিলেন অতিথিদের জন্য। রিসেপশনে এ দিন বেশির ভাগ সময়েই বেজেছে নুসরত ফতে আলি খানের নানান সুফি গান।এই মুহূর্তে বি-টাউনের সব থেকে চর্চিত বিয়ে। তার রেশ যে টানা দু’সপ্তাহ ধরেই থাকার কথা। তাই খাবারেও ছিল চমক। স্টার্টারে ছিল পনীর টিক্কা, ব্রুশেট্টা, মাকরি রোলস এবং সিচুয়ান চিকেন।
বুধবার মুম্বাই রিসেপশনের আগে ডিজাইনার অনামিকা খান্না দীপিকার প্রাক বিবাহ উৎসবের একটা ছবি শেয়ার করেন। রণবীরের আসন্ন মুক্তি প্রাপ্ত ছবি সিম্বার সহকর্মীদের সঙ্গে তাঁকে ডাবিং স্টুডিওতে দেখা যায়
দীপিকাকে দেখিয়ে রণবীর সংবাদ মাধ্যমকে বলছিলেন, ‘‘শুধু আমিই একা ভাগ্যবান নই। ওঁর দিকেও এক বার তাকিয়ে দেখুন।’’ তবে এ দিন বলিউডের কোনও তারকাকেই প্রায় দেখা যায়নি। কারণ গোটা বলিউডই প্রায় নিমন্ত্রিত ১ ডিসেম্বর, যে দিনটায় শুধু বলিউড তারকাদের জন্যই পার্টি দিচ্ছেন দীপবীর।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post