মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিখ্যাত গায়ক মহম্মদ আজিজের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি বলিউডের বিখ্যাত গান ‘মাই নেম ইজ লক্ষ্ণণ’-এর জন্য বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন।আজিজের মেয়ে সানা এএনআই-কে বাবার মৃত্যুর খবর জানিয়ে বলেন, ‘‘বাবার হার্টে ব্লকেজ ছিল, এ দিন মুম্বই এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালের তাঁর মৃত্যু হয়।
নানাবতী হাসপাতালের পিআরও অফিসিয়াল স্টেটমেন্টে বলেন, ‘‘হাসপাতালে যখন ওঁকে আনা হয় তখন ওঁর মৃত্যু হয়েছে।”
সানা বলেন, ‘‘উনি বাংলা ও উত্তরবা্ংলা অঞ্চলে শো করছিলেন। কলকাতা এয়ারপোর্টেই ওঁর শরীর খারাপ লাগতে শুরু করে এবং উনি বাড়ি ফিরতে চান।”সমাধি ও শেষকৃত্য অনুষ্ঠান হবে মুম্বইয়ের পশ্চিম কান্দিভালিতে। তিনি ছিলেন মহম্মদ রোফির ফ্যান। মাই নেম ইজ লক্ষ্মণ ছাড়াও তাঁর গলায় এক রাজা হ্যায় এক রানি হ্যায়, কেইসে কাটে দিন গানগুলি কালজয়ী হয়ে থাকবে।
সেলিব্রেটিবিডি/ এইচআর
Discussion about this post